চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী। একটা সময় তারা দুজন জুটি বেঁধে কাজ করেছেন ‘দোলা’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘বাপের টাকা’ ও ‘গরীবের রানী’ সহ একাধিক চলচ্চিত্রে। তবে মাঝে এই জুটির ভাটা পড়ে। ওমর সানী অভিনয় করেন খল চরিত্রে। মৌসুমী জুটি বাঁধেন অন্য নায়কদের সঙ্গে। এই জুটি আবারো কাজ শুরু করেছেন।
এরইমধ্যে তারা শুটিংয়ে অংশ নিয়েছেন ‘বাংলার ভাবী’ নামের একটি সিনেমায়। এর মাধ্যমে ‘বাংলার ভাবী’ হয়ে এবার বড় পর্দায় হাজির হচ্ছেন মৌসুমী। এতে তার সঙ্গে থাকছেন ওমর সানী। অর্থাৎ, অনেকদিন পর সিনেমায় দর্শকরা দেখতে পাবেন এই তারকা দম্পতিকে। এটি নির্মাণ করছেন নৃত্য পরিচালক সাইফুল ইসলাম। গাজীপুরের হোতা পাড়ায় চলছে ছবির শুটিং।
Leave a Reply