অর্ণবের ফ্যামিলির সবাই বিদেশে প্রতিষ্ঠিত দেশের বাড়িতে একমাত্র অর্ণব থাকে। অর্ণবের বাড়ির কাজ কর্ম করার জন্য অনলাইন হোমমেইড সার্ভিস থেকে অর্ণব একজনকে নিয়োগ দেয়। প্রথম দিন হোমমেইড বা গৃহপরিচারিকা নিতুকে দেখে অর্ণবের কোন ভাবেই বিশ্বাস হয় না এতো স্মার্ট একটা মেয়ে হোমমেইডের কাজ করে। নিতুর চাল চলন কথা বার্তা আধুনিক যুগের মেয়েদের মত। নিতু নিজেকে নীলস বলে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করে। গল্পে নিতুর অদ্ভুত রকমের কাজ করার ধরণ কথা বার্তার স্টাইল ও পোষাক আসাক দেখে অণর্ব অবাক হয়ে ভাবে এমন একটা মেয়ে কীভাবে হোমমেইড হয় এখানেই গল্পের শুরু।
নীলস তার কাজের অজুহাতে নানান ধরণের রুটিন চাপিয়ে দেয় অর্ণবের উপর, অণর্ব নীলসের রুটিনে কোনঠাসা হয়ে পড়ে। এমনই এক গল্পে অর্ণবের ভূমিকায় অভিনয় করেছেন মিশু সাব্বির ও নীলস এর ভূমিকায় সারিকা। মিশু সাব্বিরের গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন গোলাম সারোয়ার অনিক ও পরিচালনা করেছেন সাখওয়াত মানিক। নাটকটিতে আরও অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার, তামিম খন্দকার, জান্নাত, সম্রাট সহ আরও অনেকে। নাটকটি আজ (১৭ জানুয়ারি) এনটিভিতে ও পরবর্তীতে সিলভার স্ক্রিন ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
Leave a Reply