আজ জনপ্রিয় টিভি, মঞ্চ অভিনেতা ও নাট্যনির্মাতা শামীম জামানের জন্মদিন। অভিনয় জগতে দীর্ঘ বছরের পথচলায় একই সঙ্গে তিনি অভিনয় করেছেন মঞ্চ ও টেলিভিশনে। বিভিন্ন নাটকে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দশর্কদের মন জয় করে নেন। তার জন্মদিন উপলক্ষে জমজমাট এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শামীম জামান অভিনেতা হিসেবে যেমন মিডিয়াতে জায়গা করে নিয়েছেন তেমন নির্মাতা হিসেবেও বেশ জায়গাটা শক্ত। অভিনয়ের সময় চরিত্রের গভীরে প্রবেশ করার ক্ষমতা রাখেন তিনি। আর এজন্য দর্শকরাও তার অভিনয়ে মুগ্ধ হন।
জন্মদিন নিয়ে পরিকল্পনা কি জানতে চাইলে শামীম জামান জমজমাটকে বলেন, ‘করোনার কারণে জন্মদিন নিয়ে বাড়তি আয়োজন নেই। তাছাড়া কখনোই জন্মদিন ঘটা করে পালন করি না। রাত বারোটায় ঘরোয়া ভাবে পরিবার নিয়ে কেক কেটে জন্মদিনের প্রথম প্রহর শুরু করেছি। বরাবরের মতো এবারও শুটিং রাখিনি। ব্যস্ততার কারণে সেভাবে পরিবারকে সময় দেওয়া হয় না তাই এই দিনটি শুধু পরিবারকে সময় দেব। সবাই আমরা জন্য দোয়া করবেন। জন্মদিনে একটাই চাওয়া দ্রুত যেন করোনা মুক্ত পৃথিবী ফিরে পাই।’
Leave a Reply