জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পিছিয়েছে। বিদেশে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছরের ১০ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়েছিল।
প্রতিবেদন তাখিলের জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। রোববার (৩১ জানুয়ারি) তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করেনি। এ জন্য ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা নতুন এই দিন ধার্য করেন। এর আগে গত বছরের ২১ সেপ্টেম্বর সোহাগের সাত দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা।
‘ধ্যাততেরিকি’ সিনেমায় নৃত্য পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ। তিনি ড্যান্স ট্রুপ নামে একটি ড্যান্স কোম্পানি পরিচালনা করে আসছিলেন। বিভিন্ন করপোরেট অনুষ্ঠানে নাচ করে তাঁর দল।
Leave a Reply