মা হলেন জনপ্রিয় মডেল, উপস্থাপক, অভিনেত্রী, আইনজীবী ও ব্যবসায়ী পিয়া জান্নাতুল। আজ রবিবার বিকাল ৩টা ৪৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এই লাস্যময়ী। জানা গেছে, বর্তমানে মা ও ছেলে দুজনই ভালো আছেন। র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন জান্নাতুল ফেরদৌস পিয়া। ২০০৭ সালে মিস বাংলাদেশ নির্বাচিত হন তিনি। মূলত এরই মাধ্যমে মিডিয়ায় বিচরণ শুরু তার। ১৯ দেশের প্রতিযোগীকে হারিয়ে ২০১৩ সালে ‘মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল’ নির্বাচিত হন খুলনার এই মেয়ে।
রেদওয়ান রনির হাত ধরে ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে পিয়ার। ‘চোরাবালি’, ‘দ্য স্টোরি অব সামারা’, ‘গ্যাংস্টার রির্টান’সহ বেশ কয়েকটি ছবিতে তিনি অভিনয় করেছেন। প্রথম বাংলাদেশি মডেল হিসেবে জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী ‘ভোগ’-এর প্রচ্ছদেও দেখা গেছে পিয়াকে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এ মডেল অভিনয় করেছেন নাটকেও।
Leave a Reply