ভালোবাসা দিবস উপলক্ষে নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান ও হৈমন্তী। গানটির শিরোনাম ‘এতোটা ভালোবাসি’। এর কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সৈয়দ মনসুর এর সুরে গানটির সংগীতায়োজন করেছেন পার্থ পল। সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে। একইভাবে ভিডিও ধারনের কাজও শেষ হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন ইয়ামিন এলান। এটি প্রকাশ হবে এস এম মিউজিকের ব্যানারে।
গানটি প্রসঙ্গে হৈমন্তী বলেন, এটি ভালোবাসার গান। এর কথা ও সুরে সেই আবেগটাই খুঁজে পাওয়া যাবে। আমার নিজের কাছেও ভালো লেগেছে গানটি। শ্রোতাদেরও ভালো লাগবে বলেই বিশ্বাস। প্রতীক হাসান বলেন, বেশ রোমান্টিক গান করলাম ভালোবাসা দিবসের জন্য। গানটি সবার মনে ধরবে বলেই প্রত্যাশা রাখি। গানটির গীতিকার ফয়সাল রাব্বিকীন বলেন, সব মিলিয়ে বেশ মানসম্পন্ন একটি ভালোবাসার গান করেছি আমরা। গানটি সবার ভালোবাসা দিবসের আনন্দ বাড়িয়ে দেবে সেটাই প্রত্যাশা।
Leave a Reply