বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে সফট টাচ ব্যান্ডের নতুন গান ‘গল্প’। ‘তোমার দুটি চোখ, আমার গল্প হোক, পড়ে গেছি প্রেমে, যেন ট্রাফিক জ্যামে’ এমন কথামালায় সাজানো গানটিতে কন্ঠ দিয়েছেন সফট টাচ ব্যান্ডের ভোকাল সুমন কল্যাণ ও তিশা দেওয়ান। গানটির কথা লিখেছেন ব্যান্ডটির বেইজ গীটারিস্ট সমর দাস এবং গানটির সুর করেছেন অশোক চৌধুরী। গল্প শিরোনামের এই গানটির সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।
গানটি প্রসঙ্গে সুমন কল্যাণ বলেন, ‘সফট টাচ আমাদের দীর্ঘদিনের ব্যান্ড। কয়েক বছর ধরেই সফট টাচ নিয়মিত পারফর্ম করে আসছে এবং শ্রোতাদের নিয়মিত নতুন গান উপহার দিচ্ছে। তারই ধারাবাহিকতায় গল্প গানটি ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ করা হলো। আশা করি সবার ভালো লাগবে।’ শনিবার (১৩ ফেব্রুয়ারি) সফট টাচ ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটির একটি মিউজিক ভিডিও অবমুক্ত করা হয়েছে। ঢাকা, কক্সবাজার, রাঙামাটি ও চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওটির দৃশ্য ধারণ করেছেন নুরুল ইসলাম, আল মাসুম ও মাসুম।
Leave a Reply