বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামান শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি হন। তবে আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে অভিনেতার কন্যা কোয়েল আহমেদ জানিয়েছেন তার বাবার অবস্থার উন্নতি হয়েছে।
কোয়েল বলেন, বাবা এখন কেবিনেই আছেন। তার অনেকগুলো পরীক্ষা করা হয়েছে। গতকাল যে শ্বাসকষ্ট ছিল তা অনেকটাই কমেছে। অবস্থা এমন থাকলে দুই-একদিন পর তাকে বাসায় নিয়ে যেতে পারব। জানা গেছে, অ্যাজমাজনিত কারণেই এটিএম শামসুজ্জামানের শ্বাসকষ্ট বেড়েছিল। তার নিয়মিত চেকআপেরও সময় হয়ে আসছিল। তাই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে অবস্থা খারাপ দেখে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন ডাক্তার।
Leave a Reply