শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন
Uncategorized

নৈনামিক নিয়ে আসছে ‘ফেব্রুয়ারি’

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

আসছে ২১শে ফেব্রুয়ারি নৈনামিক ব্যান্ড নিয়ে আসছেন নতুন গান ‘ফেব্রুয়ারি’। গানের কথা লিখেছেন সঞ্জীবন চক্রবর্তী আর এতে সুর ও কণ্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী রেইন। নতুন আঙ্গিকে অমর একুশে ফেব্রুয়ারির জন্য তৈরি হচ্ছে গানটি। হচ্ছে অ্যানিমেটেড মিউজিক ভিডিও।

গানটি সম্পর্কে নৈনামিক ব্যান্ডের প্রধান মোঃ গালিব হাসান বলেন, আমরা নৈনামিক, অমর ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে কাজ করছি আমাদের ৪র্থ মৌলিক গান ‘ফেব্রুয়ারি’ নিয়ে। মূলত সঙ্গীতের মূল ধারাকে বুকে ধারণ করে এর প্রতিটি স্তরকে সঙ্গী করে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, আগামীতেও যাবো। আমরা চাই আমাদের গান গুলি দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ুক এবং মানুষ সুস্থ ও শুদ্ধ সংগীতকে সাদরে গ্রহণ করুক আর এটাই আমাদের কাম্য। আপনারা জেনে আনন্দিত হবেন যে, বাংলাদেশ নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড এর জন্য আমরা ‘ডিরেক্টরস গিল্ড’ শিরোনামে তৈরি করছি নতুন আরও একটি গান। আশা করি আমাদের আগত সবগুলি গান শ্রোতাদের পছন্দ হবে।

উল্লেখ্য, নৈনামিক ইতোমধ্যেই বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে প্রকাশ করেছে তাদের প্রথম মৌলিক গান ‘দেশ বাংলাদেশ’ এবং গত ডিসেম্বরে প্রকাশ করেছে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নিয়ে গান ‘নির্ভীক চোখ’। সেই সঙ্গে মহান বিজয় দিবস নিয়ে ‘যোদ্ধা’ ও ‘বিজয়ের দিন’ শিরোনামে আরও ৩টি গান প্রকাশ করেছে। এছাড়াও নৈনামিক এর মৌলিক ২টি গান ভিডিও আকারে আসবে। যার ভিডিওটি নির্মাণ করবে নাট্যনির্মাতা ইমন সাদী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ