সারা দেশে করোনা বৃদ্ধি হওয়ায় সাতদিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতিতে চলচ্চিত্রের শুটিং বন্ধের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এখনো কোনো নির্দেশনা পায়নি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সংগঠনটির নবনির্বাচিত মহাসচিব শাহীন সুমন বলেন, ‘গত ২ এপ্রিল চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। যে কারণে অধিকাংশ সিনেমার শুটিং বন্ধ ছিল। এখন যেহেতু শুটিং বন্ধের নির্দেশনা পাইনি তাই স্বাস্থ্যবিধি মেনে শুটিং হবে। নির্দেশনা পেলে শুটিং বন্ধ করে দেব।’
এদিকে সিনেমা হল বন্ধের কোনো নির্দেশনা না থাকায় সিনেমা হল খোলা রেখেছে হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি মিয়া আলাউদ্দিন জানান, সিনেমা হল বন্ধের কোনো নির্দেশনা এখনো তারা পাননি। যে কারণে সিনেমা হল খোলা রয়েছে। নির্দেশনা পেলে তারা বন্ধ করে দেবেন।
Leave a Reply