আজ মঙ্গলবার (৬ এপ্রিল) তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। দর্শকপ্রিয় অভিনেতা টেলি সামাদকে ছাড়াই কেটে গেল দুই বছর। অভিনয়শিল্পী টেলি সামাদ। ‘কৌতুক অভিনেতা’ হিসেবেই যার ব্যাপক পরিচিতি। বহু প্রতিভার অধিকারী এই বরেণ্য শিল্পী দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০১৯ সালের ৬ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে নেমে আসে শোকের ছায়া।
বর্তমান বৈশ্বিক করোনা সংকটের কথা ভেবে তার মৃত্যুবার্ষিকীতে কোনো আয়োজন করা হয়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। টেলি সামাদের আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন কন্যা সোহেলা সামাদ কাকলী।
টেলি সামাদের প্রকৃত নাম আব্দুল সামাদ। ১৯৭৩ সালে নজরুল ইসলাম পরিচালিত ‘কার বৌ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এটি তার অভিনীত প্রথম সিনেমা হলেও দর্শকদের কাছে তিনি পরিচিতি পান আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমায় অভিনয় করে। দীর্ঘ চল্লিশ বছরের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন ছয় শতাধিক সিনেমায়। সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা টেলি সামাদ সংগীতেও সমান পারদর্শী ছিলেন। পঞ্চাশের অধিক চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
Leave a Reply