এবারের ঈদ মুকিত জাকারিয়ার জন্য এক অন্যরকম বিশেষ ঈদ। কারণ এবারের ঈদে তাকে বিভিন্ন টেলিভিশন চ্যানেল, ইউটিউব চ্যানেলে তাকে সাত পর্ব এবং খ- নাটক সবমিলিয়ে ত্রিশটিরও বেশি নাটকে তাকে দেখা যাবে। এরইমধ্যে তিনি সাগর জাহানের পরিচালনায় ‘শেফালীর প্রেমিকেরা’সহ আরো দুটি সাত পর্বের ধারাবাহিক নাটকের কাজ শেষ করেছেন। এছাড়া গতকাল তিনি ডি এস চঞ্চলের পরিচালনায় ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘লটারী’ শুটিং-এ ছিলেন। আগামী ঈদে মুকিত জাকারিয়াকে সোহেল আরমান, মোস্তফা কামাল রাজ, সাগর জাহান, প্রীতি দত্ত, নাজমুল রনি, শহীদ উন নবী (তিনটি নাটক), স্বাধীন ফুয়াদ, মনসুরুল আলম চঞ্চল, নির্ঝর’সহ আরো বেশ কয়েকজন পরিচালকের পরিচালনায় ত্রিশটি খন্ড নাটকে দেখা যাবে তাকে।
মুকিত জাকারিয়া বলেন, ‘এবারের ঈদেও প্রত্যেকটি নাটকেই আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে। এটা সত্যি যে একটি চরিত্রের সাথে আরেকটি চরিত্রের কোনই মিল নেই। যে কারণে কাজগুলো নিয়ে আমি আশাবাদী। আর আমি যারা এরইমধ্যে পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেছেন তাদের সঙ্গে কাজ করতে যেমন ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। আবার যারা নতুন তাদের সঙ্গেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ আমার কাছে মনে হয় প্রত্যেক পরিচালকের কাছ থেকেই আমি কিছু না কিছু নতুন কিছু শিখি। আমি প্রত্যেক পরিচালকের সামনেই নিজেকে চরিত্রানুযায়ী যতোটা ভালোভাবে উপস্থাপন করা যায়, তাই করার চেষ্টা করি। আমার উপর নির্মাতাদের যে আস্থা তাকে আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। ভালো ভালো গল্পে কাজ করে যেতে চাই। শুধুমাত্র কয়েকদিনের জন্য জনপ্রিয়তায় থাকার মানসিকতা আমার নেই। কিছু ভালো ভালো কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে যেতে চাই। বাকীটা আল্লাহ ভরসা।’
মুকিত জাকারিয়া প্রথম সিনেমাতে অভিনয় করেন মোস্তফার সরয়ার ফারুকীর নির্দেশনায় ‘টেলিভিশন’ সিনেমায়। পরবর্তীতে ‘পিঁপড়া বিদ্যা’সহ আরো ৫/৬টি সিনেমায় অভিনয় করেন। নোয়াখালীর বেগমগঞ্জের সন্তান মুকিত জাকারিয়ার বাবা প্রয়াত ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান ও মা তাহমিনা খাতুন।
Leave a Reply