বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের বরেণ্য সঙ্গীতশিল্পী রুমানা ইসলামের নতুন গান প্রকাশ হলো আসছে ঈদ উপলক্ষ্যে। নতুন পুরোনো শিল্পীদেরকে দিয়ে বর্তমানে নতুন নতুন গান সৃষ্টি করে গীতিকার হিসেবে যিনি আলোচনায় এসেছেন সেই জামাল হোসেনের লেখা ‘একটা মন’ গানই গতকাল বিকেলে ‘রঙ্গন মিউজিক’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। জামাল হোসেনের ইচ্ছে ছিলো রুমানা ইসলামকে দিয়ে তার নিজের মনের মতো একটি গীতিকবিতায় গান গাওয়ানো। সেই ইচ্ছেটা বহুদিন পর হলেও পূরণ করলেন জামাল হোসেন ‘একটা মন’ গানটি রুমানা ইসলামকে দিয়ে গাওয়ানোর পর। ‘একটা মন’ গানের সুর সঙ্গীত করেছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় গায়ক এবং সঙ্গীত পরিচালক মুহিন খান। যিনি বলা যায় জামাল হোসেনের অধিকাংশ গানেরই সুর করেছেন। মুহিনের সুরের প্রতি জামাল হোসেনের আস্থা আছে বলেই তাকে দিয়েই তিনি বিশেষত গুনী শিল্পীদের কাজগুলো করিয়ে থাকেন।
‘একটা মন’ গানটি প্রসঙ্গে রুমানা ইসলাম বলেন,‘ জামাল ভাইয়ের লেখা এবারই প্রথম গান গেয়েছি। অবশ্য অনেক আগে থেকেই আমি জানি মুহিন সুর করছে, কিন্তু তার সুরেও এবারই আমার প্রথম গাওয়া। গানটির কথা জীবনধর্মী, ভালোলেগেছে আমার কাছে। মুহিন এতো চমৎকার সুর করে আমার জানা ছিলোনা। গানটি এরইমধ্যে প্রকাশ পেয়েছে। আশা করছি গানটি ভালোলাগবে শ্রোতা দর্শকের।’ জামাল হোসেন বলেন,‘ আমার লেখা গান বলেই বলছিনা, এই গানের কথা, সুর এবং শিল্পীর গায়কী শ্রোতাদের মুগ্ধ করবে, এটা আমার প্রবল বিশ্বাস। গানটি নিয়ে আমি খুউব আশাবাদী।’
মুহিন খান বলেন,‘ আমার সৌভাগ্য যে রুমানা আপা আমার সুরে গান গেয়েছেন। ধন্যবাদ শ্রদ্ধেয় জামাল ভাইকে, ধন্যবাদ রুমানা আপাকেও।’ এদিকে রুমানা ইসলাম সর্বশেষ অধরা জাহানের কথায় ও আলম আরা মিনুর সুরে, মানাম আহমেদ’র সঙ্গীতায়োজনে নারী দিবসের বিশেষ গান ‘শোন পৃথিবী শোন’ গানটি গেয়েছিলেন। সদ্য প্রয়াত ফরিদ আহমেদ’র সুরে, অধরা জাহানের কথায় গেলো বছর করোনা সচেতনতার গান ‘প্রকৃতির অভিমান’ এবং ছোট ভাই আগুনের সঙ্গে আগুনেরই লেখা ও ফরিদ আহমেদ’র সুর করা ‘ভয় পেওনা ভয় পেওনা যদি হয় করোনা’ গানও গেয়েছিলেন।
রুমানা ইসলামের গানে হাতেখড়ি হয় ওস্তাদ পিসি গোমেজের কাছে। বিগত প্রায় দুই দশক ধরে তিনি অনীল কুমার সাহার কাছেও নিয়মিত তালিম নিচ্ছেন। চিত্রনায়ত জাফর ইকবাল অভিনীত ‘আপন পর’ সিনেমায় (নায়িকা ছিলেন কবরী) রুমানা প্রথম অভিনয়ও করেন। ‘দিন যায় কথা থাকে’ সিনেমায় তিনি প্রথম ‘মায়ের মতো আপন কেহ নাই’ ও ‘মন মাঝি তোর বৈঠা নেরে আমি আর বাইতে পারলামনা’ গানে কন্ঠ দেন।
Leave a Reply