জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান। চলচ্চিত্র, ছোটপর্দা ও ওয়েব প্লাটফর্ম সহ সকল মাধ্যমেই দাপিয়ে বেড়াচ্ছেন এই অভিনেতা। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন বিশ্বসুন্দরী খ্যাত নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম ‘অন্তরালে’ তে। এতে সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির স্বামীর চরিত্রে দেখা যাবে তারিক আনাম খানকে।
এ সম্পর্কে অভিনেতা তারিক আনাম খান বলেন, ‘অন্তরালে’ গতানুগতিক ধারার বাইরে ভিন্ন কিছু হতে যাচ্ছে, এতে বেশ কিছু নতুনত্ব রয়েছে। মূলত ছবির গল্পটা পুরোপুরি আলাদা। আশা করা যায় ভালো কিছু হবে। এদিকে, লাস্যময়ী নায়িকা পরীমণি ও তারিক আনাম খানের বয়সের পার্থক্য এই গল্পে কী সুবিধা দেবে জানতে চাইলে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘সেটা আসলে দর্শকরা পর্দায় দেখবেন। এটা এখনই বলা ঠিক হবে না। ছবির পাত্র-পাত্রী দু’জনের সঙ্গেই আমার কাজের অভিজ্ঞতা রয়েছে। মূলত গল্পের প্রয়োজনেই বয়সের পার্থক্যটা রাখা হয়েছে।’
উল্লেখ্য, পান্থ শাহরিয়ারের গল্পে ছবিটি প্রযোজনা করছেন কাজী রিটন। সব ঠিক থাকলে চলতি মাসের শেষে ঢাকার বাইরে শুরু হবে ওয়েব ফিল্মটির শুটিং। ব্লাক অ্যান্ড হোয়াইট নিবেদিত ‘অন্তরালে’ একটি ওটিটি প্লাটফর্মে মুক্তির কথা রয়েছে।
Leave a Reply