করোনার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলিউডের অনেক তারকাই। আক্রান্ত হওয়া থেকে শুরু করে সুস্থ হওয়া পর্যন্ত নানা অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তারা। এবার নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন প্রীতি জিনতা। পরিবার করোনায় আক্রান্ত হওয়ার পর যে অভিজ্ঞতা তিনি পেয়েছেন তা জানালেন ভক্তদের।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে একটি ছবি শেয়ার করে প্রীতি লিখেন, তিন সপ্তাহ আগে আমার মা, ভাই, ভাইয়ের স্ত্রী-সন্তান এবং আমাদের চাচা করোনায় আক্রান্ত হন। মুহূর্তেই ভেন্টিলেশন, আইসিইউ এবং অক্সিজেন মেশিন এর মতো শব্দগুলো আমার কাছে নতুন অর্থ হয়ে দাঁড়িয়েছিল। করোনায় আমেরিকায় নিজেকে খুব অসহায় মনে হয়েছিল।
তিনি আরো লিখেছেন, ঈশ্বর, চিকিৎসক ও নার্সদের প্রতি আমি কৃতজ্ঞ। যারা এখনো করোনাকে গুরুত্ব দিচ্ছেন না তারা সতর্ক হোন। মুহূর্তেই করোনা ভয়াবহ রূপ নিতে পারে। সাবধানে থাকুন, মাস্ক ব্যবহার করুন এবং সামাজিক দূরত্ব মেনে চলুন।
সবশেষে প্রীতি লিখেছেন, আজ জানতে পারলাম সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। মানসিক চাপ থেকে মুক্তি পেলাম। এখন একটু শান্তিতে ঘুমাতে পারবো। অবশেষে নিউ ইয়ারকে হ্যাপি নিউ ইয়ার মনে হচ্ছে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
Leave a Reply