সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন
Uncategorized

শাকিব খানের সিনেমা দিয়ে দেড় বছর পর খুলছে মধুমিতা

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ২১ জুন, ২০২১

করোনাভাইরাসের কারণে গতবছর ১৮ মার্চ সারাদেশের সকল প্রেক্ষাগৃহ বন্ধ করে দেয়া হয় সরকারি নির্দেশে। এরপর সেপ্টেম্বরে সিনেমাহল খুললেও খোলেনি রাজধানীর অভিজাত প্রেক্ষাগৃহ মধুমিতা। বড় আয়োজনের ছবি মুক্তি না পাওয়ায় প্রায় দেড় বছর ধর বন্ধ থাকা মধুমিতা প্রেক্ষাগৃহ খুলছে আগামী শুক্রবার; চিত্রনায়ক শাকিব খানের ‘নবাব এলএলবি’ প্রদর্শন করা হবে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ। সিনেমা হলটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ জানান, “মানসম্পন্ন ছবি মুক্তি না পাওয়ায় আমরা হল বন্ধ রেখেছিলাম। শাকিব খানের ছবিটি দিয়ে ১৪ মাস পর মধুমিতার পর্দা উঠছে।” কোরবানির ঈদেও বড় আয়োজনের ছবি মুক্তি পেলে তারা ছবি প্রদর্শন চালিয়ে যাবেন; নতুবা প্রেক্ষাগৃহ বন্ধ রাখবেন তারা। নওশাদ জানান, আপাতত সাড়ে ১২টা, ৩টা ও ৬টার শো চলবে; পরবর্তীতে দর্শকসংখ্যা বাড়লে রাতের শোও চালু করা হবে। শাকিব খানের আলোচিত ছবি ‘নবাব এলএলবি’ ২৫ জুন দেশজুড়ে মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক অনন্য মামুন।

ছবিটি এর আগে ২০২০ সালের ১৬ ডিসেম্বর ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছিল। এ ছবির সংলাপে পুলিশকে ‘হেয় করার’ অভিযোগে পর্নোগ্রাফি আইনে এক মামলায় ছবির পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই মামলায় ১৮ দিন কারাবাসের পর চলতি বছরের জানুয়ারিতে জামিনে মুক্তি পেয়েছেন তারা। পরবর্তীতে ‘নবাব এলএলবি’ সিনেমা হলে মুক্তির জন্য ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হলে ১১টি সংলাপে আপত্তির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। দৃশ্যগুলো বাদ দিয়ে ছবিটি সেন্সর বোর্ডে পুনরায় জমা দেওয়ার পর মুক্তির অনুমতি পেয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান সেলিব্রেটি প্রোডাকশন। সোমবার ছবিটিতে কর্তনসাপেক্ষে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

উল্লেখ্য, নবাব এলএলবি ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মাহিয়া মাহি. অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ