জমজমাট ডেস্ক
রাজধানীর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকা থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদকসহ জনপ্রিয় সংগীত শিল্পী এনামুল কবির রেবেল ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ।
শনিবার (২৭ এপ্রিল) সকালে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রেবেলকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করা হয়।
যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।
রেবেল জনপ্রিয় ব্যান্ড শিল্পী পপগুরু আজম খানের দলের সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মশিউর রহমান বলেন, এ বিষয়ে শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে রামপুরা থানায় প্রেস ব্রিফিং-এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
Leave a Reply