শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন

বিচ্ছেদের পর, বচ্চন পরিবার নতুন বাসস্থান গড়তে যাচ্ছে !

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

নিউজ ডেস্ক

ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্কে চিড় ধরেছে, এটা বলিউডে প্রায় প্রতিষ্ঠিত। তাদের সম্পর্কে নাকি দূরত্ব তৈরি হয়েছে তৃতীয় ব্যক্তির কারণে। তবে এখনও এই নিয়ে মন্তব্য করেননি ঐশ্বর্যা বা অভিষেক কেউই। এই বিচ্ছেদ জল্পনার মধ্যেই বচ্চন পরিবারে সুখবর। মুম্বাইয়ের মুলুন্ড এলাকায় নতুন বাসস্থান কিনেছেন অভিষেক বচ্চন। বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে একত্রে এই নতুন সম্পত্তি কিনেছে অভিষেক ।

মুম্বাইয়েএকটি বহুতল ভবনে মোট দশটি ফ্ল্যাট মিলিয়ে তৈরি হতে যাচ্ছে অভিষেকের নতুন ঠিকানা। ভবনের কয়েকটি ফ্ল্যাট তিন কামরার। কয়েকটি চার কামরার। সব মিলিয়ে মোট ১০,২১৬ বর্গফুট। এই দশটি ফ্ল্যাটের মধ্যে আটটি ফ্ল্যাট আয়তনে ১০৪৯ বর্গফুট করে। বাকি দুটির মাপ ৯১২ বর্গফুট। এছাড়াও এই বহুতলে রয়েছে উন্নত মানের নানা ধরনের সুবিধা। মোট ২৪.৯৫ কোটি টাকা খরচ করে এই বাসস্থান কিনেছেন বাবা ও ছেলে। দশটি ফ্ল্যাটের মধ্যে অভিষেক ছ’টি ফ্ল্যাট কিনেছেন ১৪.৭৭ কোটি টাকা দিয়ে। বাকি চারটি কিনেছেন অমিতাভ বচ্চন। মুম্বাইয়ে এই মুলুন্ড খুবই বিলাসবহু এলাকা। বহুতল নির্মাণের বাজারে এই এলাকার চাহিদাও থাকে তুঙ্গে।

উল্লেখ্য, এই বছর আরও বেশ কয়েকটি ফ্ল্যাট কিনেছেন অমিতাভ ও অভিষেক। গত কয়েক দিনে বহুতল কিনে বিনিয়োগ করেছেন একাধিক তারকা। অভিষেকও কয়েক মাস আগেই জলসার পাশেই আরও একটি ফ্ল্যাট কিনেছেন। চলতি বছরে বাড়ি কেনার পিছনে মোট ১০০ কোটি টাকা খরচ করেছেন বাবা ও ছেলে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ