শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন

ট্রাম্পকে হারাতে এবার প্রচারে নেমেছে নীল ছবির তারকারা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

৫ নভেম্বর থেকে আমেরিকায় শুরু হবে প্রেসিডেন্ট নির্বাচন। ভোটের ঠিক আগ মুহুর্তে ট্রাম্পের বিরুদ্ধে প্রচারে নামছেন পর্ন ছবির তারকারা। এর জন্য রীতিমতো বিজ্ঞাপন দিয়ে কোটি-কোটি ডলার খরচ করছেন তারা। বিষয়টি ট্রাম্পের প্রতিপক্ষ তথা বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে বাড়তি সুবিধা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একটি অংশ।

প্রাপ্তবয়স্ক সিনেমার আর্টিস্টদের অভিযোগ, প্রেসিডেন্ট নির্বাচিত হলে নীল ছবি পুরোপুরি বন্ধ করে দেবেন ট্রাম্প। নিজের ‘অপকীর্তি’ ঢাকতেই নাকি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ট্রাম্প। এই বিষয়ে সতর্ক করে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে প্রচারনার ঝড় তুলেছেন তার প্রতিপক্ষ ডেমোক্র্যাটিকগন।

নেট দুনিয়ায় ট্রাম্পের বিরুদ্ধে প্রচার চালাতে ‘#হ্যান্ডসঅফমাইপর্ন’ নামের একটি প্লাটফর্ম তৈরি করেছে প্রাপ্তবয়স্ক সিনেমার অভিনেতা-অভিনেত্রীরা। সেখানে সকলকে সতর্ক করে তারা বলছে, রিপাবলিকান প্রার্থী ও তার সহযোগীদের মূল লক্ষ্য হল নীল ছবির কুশীলবদের জেলবন্দি করা। তাদের প্রচারে এরই মাঝে দুই লক্ষ ডলার খরচ করে ফেলেছেন পর্ন তারকারা।

প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের নায়ক-নায়িকারা নীল ছবিকে ‘প্রাণবন্ত ও আনন্দময়’ জীবনের অঙ্গ বলে উল্লেখ করেছেন। আর তাই ট্রাম্পের ষড়যন্ত্র বিফল করতে আমেরিকাবাসীকে ব্যালটে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। ভোটদানের সময়ে সুস্থ-স্বাভাবিক দেশ গড়ার বিষয়টি মাথায় রাখার কথা বলেছেন তারা।

সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে পর্নতারকা সিওক্সি কিউ বলেছেন, ‘‘আপনি যদি প্রাপ্তবয়স্ক বিনোদনের বিষয়টি চিন্তা করেন, এটি গ্রহণ করতে সম্মত হন, তা হলে ৫ নভেম্বর আপনাকে ভোটের বাক্সে জবাব দিতে হবে। এর কোনও দ্বিতীয় রাস্তা নেই।’’

প্রেসিডেন্ট নির্বাচিত হলে সরকারি নীতিতে বেশ কিছু পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এ জন্যে ‘প্রকল্প ২০২৫’-এর কথা বলেছেন তিনি। যাতে পর্নোগ্রাফি নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। যারা এটি তৈরি করছেন ও তা ছড়িয়ে দিচ্ছেন, তাদের আটক করার কথাও ওই প্রকল্পের উল্লেখ করা হয়েছে।

পর্নতারকাদের প্রচার নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। সমীক্ষক সংস্থা ‘ইনস্টিটিউট ফর ফ্যামিলি স্টাডিজ়’ -এর দাবি, #হ্যান্ডসঅফমাইপর্নের প্রচারটি মূলত পুরুষদের মধ্যে চালানো হচ্ছে। কারণ, মহিলাদের তুলনায় ছেলেদের বিরুদ্ধে চার গুণ বেশি নীল ছবি দেখার তথ্য রয়েছে। নির্বাচনী বিশ্লেষকদের দাবি, লিঙ্গভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী মহিলাদের তুলনায় পুরুষ ভোট সব সময়ে বেশি পেয়েছেন ট্রাম্প। আর তাই পেনসিলভ্যানিয়া, অ্যারিজোনা ও জর্জিয়ায় প্রাপ্তবয়স্ক ছবির কুশীলবেরা বেশি করে প্রচার চালাচ্ছেন। সেখানকার কেউ পর্ন ছবি দেখতে গেলেই স্ক্রিনে ফুটে উঠছে একটি ঘোষণা। যাতে ভোটে ট্রাম্পকে হারানোর কথা বলা হচ্ছে।

নীল ছবির তারকাদের মধ্যে সিওক্সি কিউ জোরকদমে এই প্রচার চালাচ্ছেন। পর্ন দেখার সময়ে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমি জানি তুমি খুব ব্যস্ত। আমি জানি তুমি অন্য কিছু করছ। একটু দাঁড়াও। তুমি যদি এটা করে যেতে চাও তা হলে নভেম্বরের ৫ তারিখ ভোট দাও… আনন্দ করো।’’

আমেরিকাতে পর্ন বন্ধ করার চেষ্টা নতুন কিছু নয়। এর আগে ১৯৮০-র দশকে নীল ছবি আটকাতে কড়া পদক্ষেপ করেন তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রেগন। যদিও তাতে পুরোপুরি সফল হননি তিনি। ওই সময়ে গোপনে পর্নোগ্রাফির শুটিং করতেন এই ছবির কুশীলবেরা। প্রাপ্তবয়স্ক ছবির নায়ক-নায়িকারা অবশ্য একে আমজনতার স্বাধীনতার অংশ বলেই মনে করেন। রিপাবলিকানরা অবশ্য যৌনশিক্ষার বই নিষিদ্ধ করার ইঙ্গিত দিয়েছেন। যাকে প্রচারে সামনে এনেছেন তাঁরা। পাশাপাশি আগামী দিনে সমকামী বিবাহ বা প্রজননের অধিকারের মতো বিষয়গুলিতে আঘাত নেমে আসবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পর্নতারকারা।

২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প। ক্ষমতায় থাকাকালীনই পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি। শুধু তা-ই নয়, পরবর্তী কালে তাঁকে দোষী সাব্যস্ত করে সে দেশের আদালত।

ট্রাম্পের বহুগামিতা নিয়ে বিভিন্ন মহলে রীতিমতো চর্চা চলে। এই পরিস্থিতিতে পর্নস্টারের সঙ্গে যৌন সম্পর্কের কথা জানাজানি হলে নির্বাচনে প্রভাব পড়তে পারে, সেটা অনুমান করে নাকি স্টেফানির মুখ বন্ধ করতে চান ট্রাম্প। আর তাতে প্রাথমিক ভাবে সফলও হন তিনি। এ জন্য ১ লক্ষ ৩০ হাজার ডলার খরচ করতে হয় তাঁকে।

প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে এবং তার পরে পর্ন তারকার সঙ্গে যাবতীয় সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। কিন্তু এই নিয়ে তাঁর হয়রানি কম হয়নি। ফের নির্বাচনের মুখে উঠল সেইেএকই প্রসঙ্গ। যা ভোটের বাক্সে প্রভাব ফেলবে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আর কয়েক দিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ