শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন

ছাত্র আন্দোলনের নামে দেশ-বিরোধী জঙ্গি-সন্ত্রাসী ষড়যন্ত্র 

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

সালাহ্ উদ্দিন শোয়েব চৌধুরী 

দেশজুড়ে চলছে চরম অরাজক পরিস্থিতি, প্রায় একমাস যাবত। শুরুতে ক্ষমতাসীন দলের কেউকেউ-সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারপাশের কিছু সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী ইত্যাদি নানা কথা বলে পরিস্থিতি আরো জটিল করার পর এবার হয় গ্যালারিতে বসে নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ কিংবা চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টায় লিপ্ত। আওয়ামীলীগ সরকারের এই চরম সংকট সময়ে নারায়ণগঞ্জের আলোচিত চরিত্র শামীম ওসমান গোটা পরিবারসহ থাইল্যান্ডে চলে গেছেন কিংবা যাচ্ছেন। শুনেছি আরো অনেকেই একই পথে হাঁটছেন। তারমানে, গত সাড়ে পনেরো বছর যাবত যারা নিজেদের শেখ হাসিনা এবং আওয়ামীলীগের জন্যে প্রাণ দিতে প্রস্তুত বলে বারবার ঘোষণা দিয়ে নানামাত্রিক ফায়দা লুটেছেন, প্রয়োজনের মুহূর্তে ওদের আসল চেহারাটা প্রকাশ হয়ে গেলেও আমি নিশ্চিত করে বলতে পারি, এই সঙ্কট কাটিয়ে ওঠার পর ওরাই আবার শেখ হাসিনার চারপাশে ঘুরঘুর করবেন। এভাবেই চিরকাল ধান্দাবাজগুলো বিভিন্ন সরকারের আশেপাশে থেকে নিজেদের কুকীর্তির মাধ্যমে সরকার প্রধান এবং দেশের চরম সর্বনাশ করে। এই অবস্থার পরিবর্তন হয়নি কখনও। কারণ, সরকার প্রধানের আসনে যারা বসেন, ওনারা কেনো যেনো চাটুকার গুলোকেই পছন্দ করেন – ওদের কথা শোনেন এবং আখেরে নিজের সর্বনাশ ডেকে আনেন।

অনেকেই প্রশ্ন করবেন, তাহলে কি আমি বলতে চাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বনাশ আসন্ন? উত্তরটা জানতে হলে একটু কষ্ট করে পুরো লেখাটা পড়তে হবে।

সবধরনের সরকারি চাকরিতে প্রচলিত কোটাভিত্তিক নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হয় কোটা আন্দোলন। এই আন্দোলন অবশ্যই যৌক্তিক এবং সময়োপযোগী। ২০১৮ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সরকার কোটা সিস্টেম সংস্কার করে একটি পরিপত্র জারি করে। কিন্তু ৭ জন মুক্তিযোদ্ধার সন্তান সরকারে ঘোষিত এই কোটা পদ্ধতির বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট করলে ২০২৪ সালের ৫ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে।

এরপর হতে ছাত্ররা বিক্ষিপ্তভাবে কোটা সংস্কারের দাবীতে শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ, মিছিল করতে থাকে। কিন্তু সরকারের চাটুকার চিহ্নিত সাংবাদিকবৃন্দের একজনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি আন-অফিসিয়াল বক্তব্যের ভুল ব্যাখ্যা করে কোটা সংস্কারপন্থী আন্দোলনকারীরা রাস্তায় নেমে প্রথমবারের মতো সরকার বিরোধী স্লোগানে ফেটে পড়ে।

সুযোগ সন্ধানী সরকার বিরোধী চক্র এই সুযোগে আন্দোলনকারী ছাত্রদের সাথে মিশে গিয়ে সংস্কারের দাবীর পাশাপাশি এটাকে সরকার পতনের আন্দোলনে রূপ দিতে এক গভীর নীলনকশা তৈরি করে। আর তাতে ঘি ঢালে মূলত: সরকারের একাধিক মেয়াদউত্তীর্ণ মন্ত্রীরা যার আসলে অকর্মন্য ও সরকারের পদলেহন করা ছাড়া আর কিছুই করার ক্ষমতাও রাখে না। তাদের ফাজলামো ও অদূরদর্শিতার করুন পরিনতি আজ জাতির সামনে।

কোটা সংস্কারের দাবীর সমর্থনে ১৬ জুলাই রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের প্রেক্ষিতে ২১ জুলাই  সব পক্ষের শুনানি শেষে রায় ঘোষণা করা হয়। রায়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করা হয় ও সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। এই রায়ে ৫% রাখা হয় মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য, ১% অনগ্রসর নৃ-গোষ্ঠী ও ১% প্রতিবন্ধি ও তৃতীয় লিঙ্গদের জন্য সংরক্ষনের নির্দেশ দেওয়া হয়।

কিন্তু আপিল বিভাগের এই রায়ের পর আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন দাবীমালা উপস্থাপনের মাধ্যমে দেশব্যাপী ধ্বংসাত্মক কার্যকলাপ অব্যাহত রাখার ঘোষণা দেয়। আর এরই মাধ্যমে বেরিয়ে আসে থলের বেড়াল। প্রমাণিত হয়, এই আন্দোলন আদতে শিক্ষার্থীদের নয়। এই আন্দোলনের পেছনে বিএনপি, জামাত, হেফাজতসহ উগ্র ইসলামপন্থী ও খেলাফতপন্থী অপশক্তিই কলকাঠি নাড়ছে, যারা বাংলাদেশকে নব্য তালেবান রাষ্ট্র অথবা পাকিস্তান বানানোর নীলনক্সা বাস্তবায়নে বদ্ধপরিকর। এই সরল অংকটা কেনো ক্ষমতাসীন আওয়ামীলীগ বুঝলো না? কেনো অহেতুক দেশব্যাপী অরাজক পরিস্থিতির জন্যে বিএনপি, জামাত, হেফাজতসহ উগ্র ইসলামপন্থী ও খেলাফতপন্থী অপশক্তিকে দায়ী করলেও এটা স্পষ্ট করে বলতে সাহস করলো না, আন্দোলনকারী ছাত্রদের কথিত সমন্বয়কদের অনেকেই উগ্র সাম্প্রদায়িক অপশক্তির সক্রিয় সদস্য? কেনো এদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করা হলো না?

কোটা আন্দোলনের কথিত ছয় সমন্বয়ককে তুলে নিলো পুলিশের গোয়েন্দা বিভাগ। তারপর ওদের জামাই আদরে আপ্যায়ন করে একটা বিবৃতি প্রচার করানো হলো। অতঃপর হুট করে পৌঁছে দেয়া হলো পরিবারের সদস্যদের কাছে। মানে, প্রমাণ করা হলো, সরকার নতজানু নীতি অনুসরণে বাধ্য হয়েছে। এটা করেই তো দেশের সর্বত্র সরকার বিরোধী অপশক্তির মনে ভয়ঙ্কর দুঃসাহস জাগিয়ে তোলা হলো। আর এটা এমন এক সময়ে করা হলো যখন শেখ হাসিনার সরকার জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করেছে। এক্ষেত্রে এই অপশক্তি যে মরণ কামড় দেবে না, এটা কিভাবে নিশ্চিত হলেন সরকারের নীতি নির্ধারকরা? আমি যদি বলি গোটা বিষয়টাতেই খুব সূক্ষ্মভাবে সাবোট্যাজ করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র হয়েছে? আমি যদি বলি, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে উস্কানিমূলক কথাবার্তা বলে এটিএন নিউজের বার্তা সম্পাদক প্রভাষ আমিন মূলত সরকার বিরোধী অপশক্তির পারপাস সার্ভ করেছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণ মানুষ। আশাকরি এরইমাঝে তিনি ষড়যন্ত্রকারীদের সূক্ষ্ম চক্রান্তের বিষয়টা অনুধাবন করতে পেরেছেন।

কোটা আন্দোলনের নামে সরকার বিরোধীচক্র ঢাকা শহরসহ দেশের বিভিন্নস্থানে পরিকল্পিতভাবে সরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা তথা – বাংলাদেশ টেলিভিশন, মেট্রোরেল, সেতুভবন, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা ভবন, ডাটা সেন্টারে অগ্নিসংযোগসহ, ভাঙচুর করে দেশে চরম অরাজকতা শুরু করে। এমনকি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর প্রানঘাতী আক্রমন করে একাধিক সদস্যকে হত্যা ও শতশত পুলিশ, র‌্যাব, আনসার সদস্যকে আহত করে আন্দোলনকারীদের সাথে মিশে থাকা ষড়যন্ত্রকারী সন্ত্রাসীরা। পরিরিস্থিতি মোকাবেলায় সরকার বিজিবি ও সেনা মেতায়েন করে, কারফিউ জারি করে।

কিন্তু আন্দোলন এখানেই শেষ হয়নি বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ ‘৯ দফা’ দাবি জানিয়ে শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এখন প্রশ্ন হচ্ছে- কোটা সিস্টেম সংস্কারের দাবীতে সৃষ্ট আন্দোলনের ফলাফল আমরা পেয়ে গেছি। তাহলে নতুন করে আবার ৯ দফা দাবী আসলো কি করে!

অবাক করার বিষয় হলো বৈষম্যবিরোধী এই ছাত্র আন্দোলনের পক্ষের কোনো শেষ নেই, নেই কোন সুনির্দিষ্ট নেতা। পত্রিকা ও টেলিভিশনে প্রচারিত বিভিন্ন তথ্যের ওপর নির্ভর করে এখন পর্যন্ত এই আন্দোলনের মোট ১৫৭ জন সমন্বয়কারী পাওয়া গেছে। প্রতিটা আন্দোলনের একটা নির্দিষ্ট এজেন্ডা ও নেতৃত্ব থাকে। বিশ্বের বিভিন্ন দেশে সরকার বিরোধী আন্দোলন বা বিপ্লব সংঘটিত হয়েছে এবং হচ্ছে। ১৯৭১ সালেও বাঙালি জাতির মুক্তির দাবীতে, স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হয়েছে। ইরানে আয়াতুল্লাহ খোমেনি, ভারতবর্ষে মহাত্মা গান্ধী প্রমুখ। কিন্তু বাংলাদেশে চলমান এই আন্দোলনের নেতৃত্ব কার হাতে?

আন্দোলনকারী ছাত্ররা এখন দাবী তুলেছে সরকার পতনের। তাদের একাধিক সমন্বয়কারী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন ভিন্ন ভাবে ক্ষমতাসীন সরকার প্রধান শেখ হাসিনার পদত্যাগ দাবী করে ৩ অগাস্ট সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ও ৪ অগাস্ট হতে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। সাধারন নাগরিকদেরকে সরকারি-বেসরকারি অফিসে যোগ না দিয়ে, গ্যাস বিল, বিদ্যুত বিলসহ সকল ধরনের ট্যাক্স প্রদান না করার আহবান করা হয়েছে আন্দোলনকারীদের পক্ষ হতে। যা আসলে সরাসরি রাস্ট্রদ্রোহীতার শামিল।

কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার পদত্যাগ করলে দেশের শাসন ব্যবস্থা কাদের ওপর বর্তাবে। তথাকথিত এই ১৫৭ জন সমন্বয়কারীদের ওপর নাকি তাদের পেছনে থাকা সুযোগ সন্ধানী অপশক্তির ওপর। এই প্রশ্নের উত্তর শিক্ষার্থী কিংবা কথিত ১৫৭ সমন্বয়কারীও জানেনা নিশ্চিত। তাহলে প্রশ্ন করা যেতেই পারে, এদের মতো অপরিপক্ক ও সুযোগ সন্ধানীদের হাতে কি রাষ্ট্রের সার্বভৌমত্ব নিরাপদ?

ক্ষমতাসীন সরকারের অযোগ্য, অপদার্থ মন্ত্রীদের খামখেয়ালিপনার খেসারত দিতে হচ্ছে সরকার ও সাধারন জনগনকে। তাদের অদূরদশির্তা ও বিচক্ষনতার অভাবে ছাত্রদের দাবী আদায়ের এই আন্দোলন এখন সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে এটা স্বীকার করতেই হবে। তাছাড়া সরকারের একাধিক দায়িত্বশীল মন্ত্রী যখন পাবলিকলী নিজের অযোগ্যতার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে অথবা ক্ষমতাসীন দলের জাদরেল নেতাগন যখন দলের এবং দেশের এই সংকটকালে দেশে ছেড়ে পালিয়ে যায় তখন সঙ্গত কারনেই প্রশ্ন ওঠে ক্ষমতাসীন দলের মনোবল ও সাংগঠনিক ভিত্তির ওপর।

আওয়ামী লীগ টানা সাড়ে ১৫ বছরেরও বেশি সময় শাসন ক্ষমতায় থেকে দলের নেতাকর্মীদেরকে সুসংগঠিত করতে ব্যার্থতার পরিচয় দিয়েছে এটা মানতেই হবে।  সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধীচক্রের মিথ্যা-বানোয়াট গুজব প্রতিরোধে ব্যার্থ হয়েছে শতভাগ। বিগত পাঁচ বছরেরও বেশি সময় ধরে আমি ও আমার সম্পাদনায় প্রকাশিত ‘ব্লিটজ’ পত্রিকায় এসম্পর্কে ডজন ডজন নিবন্ধ প্রকাশিত হয়েছে। কিন্তু গত পাঁচ বছরেও মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে বিরোধীদল বিএনপি চেয়ারপার্সনের সাবেক প্রেস উপসচিব মুশফিকুল ফজল আনসারীর একচেটিয়া দেশবিরোধী বক্তব্যের বিপরীতে আওয়ামীলীগ সরকারপন্থী একজন সাংবাদিককে বসানোর ক্ষমতা হয়নি।

দেশে-বিদেশে অবস্থানকারী সরকার বিরোধী অপপ্রচারকারীদের সম্পর্কে সরকার অবগত হওয়া সত্ত্বেও বা খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করলেও এখন পর্যন্ত অপপ্রচারকারীদের বিরুদ্ধে কার্যত কোনো ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে আমরা প্রমান পাইনি। অনলাইন নির্ভর গুজব প্রতিরোধে সরকার সারা বছরের মতো এবারের ছাত্র আন্দোলনের সময়ও পুরোপুরি ব্যার্থ হয়েছে। বরং দায়িত্বশীলদের নির্বুদ্ধিতায় আন্দোলন চলাকালীন সময়ে সারাদেশে ইন্টারনেট সুবিধা বন্ধ করে দিয়ে দেশের বাইরে অবস্থানকারী অপপ্রচারকারীদেরকে একচেটিয়া সরকার বিরোধী প্রচারনার সুযোগ করে দেওয়া হয়েছে।

শেষতক একটা কথা বলে লেখাটা শেষ করছি। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে জিহাদ করতে পাকিস্তানি আইএসআই’র মাধ্যমে আমেরিকান সিআইএ হাজার-হাজার কোটি ডলার খরচ করেছিলো, তালেবানের জন্ম দিয়েছিলো, আল কায়েদা এবং ওসামা বিন লাডেনকেও সৃষ্টি করেছিলো। এরপরের ঘটনা আমরা সবাই জানি। এখনও ঠিক একইভাবে ধ্বংসাত্মক কাজে শিক্ষার্থী ও জামাত, হেফাজতসহ উগ্র ইসলামপন্থী ও খেলাফতপন্থী অপশক্তিকে লেলিয়ে দিয়েছে আমেরিকা এবং এর কোলের কুকুর আইএসআই। ওদের টার্গেট, বাংলাদেশকে সন্ত্রাসের নতুন লীলাভূমিতে পরিণত করে এটিকে কুক্ষিগত রাষ্ট্রে পরিণত করা। এই এজেন্ডা সফল হবার পর ওই আমেরিকাই আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। যারা কোনো কিছু না বুঝে ধ্বংসাত্মক কাজকর্মে লিপ্ত হয়েছে, এদের সবাইকে আজীবনের জন্যে কালো তালিকাভুক্ত করবে মার্কিন যুক্তরাষ্ট্র। মানে, ওরা হতে চলেছে আন্তর্জাতিক চক্রান্তের বলির পাঠা।

 

সালাহ্ উদ্দিন শোয়েব চৌধুরী , আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একাধিক পুরস্কারপ্রাপ্ত জঙ্গিবাদ বিরোধী সাংবাদিক,কাউন্টারটেররিজম বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক ও প্রভাবশালী ইংরেজি পত্রিকা ব্লিটজ-এর সম্পাদক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ