শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছাত্র-সমন্বয়কদের পরিকল্পিতভাবে হত্যা চেষ্টায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ জুলাই গণহত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ ও সমাবেশ বিচ্ছেদের পর, বচ্চন পরিবার নতুন বাসস্থান গড়তে যাচ্ছে ! ট্রাম্পকে হারাতে এবার প্রচারে নেমেছে নীল ছবির তারকারা ছাত্র আন্দোলনের নামে দেশ-বিরোধী জঙ্গি-সন্ত্রাসী ষড়যন্ত্র  পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে আগ্রহী শাকিব শাফিনের প্রথম জানাজা সম্পন্ন যুক্তরাষ্ট্রে “আলফার” সেটে ১০০ নিরাপত্তারক্ষী প্রসেনজিৎ কেন থাপ্পড় মেরেছিলেন শর্মিলা ঠাকুরকে! ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে অভিষেকের প্রতিক্রিয়া ঘিরে চর্চা!

বরযাত্রীদের জন্য ৩টি জেট ও ১০০টি বিমান ভাড়া করলেন আম্বানিরা

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

জমজমাট ডেস্ক

বর্তমানে ভারতের আলোচিত খবর আম্বানিদের বিয়ে। ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে। প্রায় চার মাস ধরে একের পর এক প্রি-ওয়েডিং সেলিব্রেশনের পর এবারমুম্বইয়ে বসছে বিয়ের আসর। তাই মুম্বাইয়ে এখন সাজ সাজ রব। ১২ জুলাই, শুক্রবার সাতপাকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট। রাত পোহালেই বসবে সেই রূপকথার বিয়ের আসর। ইতিমধ্যেই সেজে উঠেছে আম্বানিদের ২৭ তলা বাড়ি অ্যান্টিলিয়া। আলো ও ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা বাড়ি। সাজাতে মূলত গাঁদা ফুল এবং উজ্জ্বল হলুদ আলোও ব্যবহার করা হয়েছে।

সেই অনুষ্ঠান ঘিরে মুম্বইয়ে ইতিমধ্যেই অতিথি সমাগম শুরু হয়েছে। জানা গেছে, শুক্রবার মুম্বইয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে বিদেশ থেকে আসা বরযাত্রী (বিশিষ্ট অতিথি)দের আনতে ৩টি ফ্যালকন-২০০০ জেট বিমান ভাড়া করেছে আম্বানি পরিবার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিদের বিয়ের আসরে উড়িয়ে নিয়ে আসবে এই বিশেষ ধরনের চাটার্ড
বিমান। ফ্যালকন-২০০০ জেট বিমান, ঘন্টায় এর ভাড়া ৭ লক্ষ ২০ হাজার টাকা।

এয়ার চার্টার কোম্পানি ক্লাব ওয়ান এয়ারের সিইও রাজন মেহরা বলেছেন, বিয়ের আসরে বিশিষ্ট অতিথিদের নিয়ে যাওয়ার জন্য আম্বানি পরিবার তাঁর কোম্পানি থেকে তিনটি ফ্যালকন-২০০০ জেট বিমান ভাড়া করেছেন। তিনি সংবাদসংস্থা রয়টার্সকে বলেন, ‘অতিথিরা বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং প্রতিটি বিমান সারা দেশে একাধিক ট্রিপ করবে।’ তবে শুধু এই তিনটি জেটই নয়, আরও ১০০টি বিমান আগামী তিনদিন ধরে অতিথিদের সেবায় নিয়োজিত থাকবে।

প্রসঙ্গত, আম্বানিদের এই বিয়ের অনুষ্ঠান গত কয়েক মাস ধরেই চলছে, নানান জমকালো অনুষ্ঠান, জামনগরে প্রি-ওয়েডিং সেলিব্রেশন, ইউরোপে বিলাসবহুল ক্রুজে চার দিনের গালা পার্টি সহ গত দু’সপ্তাহ ধরে মুম্বইয়ে একের পর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাস্টিন বিবার, রিহানা, কেটি পেরি এবং বয় ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের পারফর্ম করার জন্য আমন্ত্রণ করে আনা হয়। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন ভারতের বহু শীর্ষস্থানীয় বলিউড অভিনেতাও।

মূল বিয়ের অনুষ্ঠান হবে ১২ জুলাই শুক্রবার, পরের দু’দিন যথাক্রমে আশীর্বাদ এবং রিসেপশনের দিন। মুম্বইয়ের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের বান্দ্রা কুরলা সেন্টারে (বিকেসি) রয়েছে জিও ওয়ার্ল্ড সেন্টার। সেখানেই আয়োজন করা হয়েছে এই রাজকীয় বিয়ে।

আর এই বিয়ে উপলক্ষ্যে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।  অনুষ্ঠানস্থলের নিকটবর্তী রাস্তাগুলি ১২-১৫ জুলাই দুপুর ১টা থেকে মধ্যরাত পর্যন্ত শুধু অনু্ষ্ঠানের যানবাহন চলাচলের জন্যই খোলা থাকবে। মুম্বইয়ের ট্র্যাফিক পুলিশ ৩দিনের জন্য রাস্তা বিধিনিষেধের বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ