বাংলা গানের যুবরাজ সঙ্গীত শিল্পী আসিফ আকবার। লকডাউনের কারণে সব পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে।সারা দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বর্তমানে চলছে একসপ্তাহ লকডাউন। ঈদকে সামনে রেখে আসিফ আকবার নতুন আটটি গান নিয়ে আসতে চলছেন। আসিফ আকবার বছরের পর বছর ধরে হিট গানে মাতিয়ে রেখেছেন গানের শ্রোতাদের।
আসিফ কয়েকদিন টানা ১০ টি গানের রেকর্ডিং শেষ করেছেন। অডিও রেকর্ড শেষ করেই ভিডিও জন্য শুটিং করতে হয়।
আসিফ আকবার বাধ্য হয়ে একদিনেই আটটি গানের শুটিং করেছেন। তবুও কাজ শেষ হয়নি বলে জানিয়েছেন তিনি। আসিফের গানের সবগুলো ভিডিও নির্মাণ করছেন তরুণ নির্মাতা ইয়ামিন ইলান।আর ভিডিও মডেল হিসেবে আসিফ আকবরের সঙ্গে দেখা যাবে বিভিন্ন দর্শকজনপ্রিয় সব তারকাদের।
আসিফ আকবার বলেন, তাঁর শুটিংয়ে মানুষ লাগে মাত্র তিনজন। স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করতে চান তিনি।সামনে ঈদ আসছে অন্যথায় ফেঁসে যাবে প্রোডিউসার,গীতিকার,সুরকার, কম্পোজারগণ।
আসিফ আকবার ঈদ উপলক্ষে বেশ কয়েকজন আলোচিত সুরকার–সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন। পরিস্থিতি অনুকূলে থাকলে শওকত আলী ইমন, ইথুন বাবু, মুশফিক লিটু, তরুণ মুন্সী, ইমরান, কিশোর দাশ, শেখ রেজোয়ান–সহ আরও অনেকের সুর–সংগীতে নতুন গান আসবে আসিফ আকবারের।
Leave a Reply