চিত্রনায়ক জায়েদ খান ‘অন্তর জ্বালা’ প্রযোজনার পর তিনি নতুন সিনেমা ‘টেনশন’ নির্মাণের ঘোষণা দেন। কিন্তু এখন পর্যন্ত শুটিং শুরু করতে না পারায় ‘টেনশন’ নিয়ে নিজেই টেনশনে আছেন। জায়েদ খান কয়েক দফা শুটিং শুরুর পরিকল্পনা করেও করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ খান বলেন, করোনার কারণে সব পরিকল্পনা ভেস্তে যাচ্ছে।একটু গুছিয়ে পরিকল্পনা করে কাজটি নিখুঁতভাবে করতে চাই। । কিন্তু এই পরিস্থিতিতে কীভাবে ইউনিট নিয়ে শুটিং করবো বুঝতে পারছি না কারণ সিনেমাটির শুটিংয়ে লোকজনের সমাগম থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে শুটিং শুরু করবো।’যে কারণে বিলম্ব হচ্ছে ‘টেনশন’ সিনেমার শুটিং।
জায়েদ খান সর্বশেষ গতমাসে ‘জখম’ সিনেমায় চুক্তিবদ্ধ হন। খুব শিগগিরই এর নির্মাণ কাজ শুরু হবে। এছাড়া তার হাতে কয়েকটি নতুন সিনেমা রয়েছে। এগুলোর শুটিংও আটকে আছে করোনার কারণে। যদিও এই নায়কের মোস্তাফিজুর রহমান বাবুর ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’, শফিক হাসানের ‘বাহাদুরী’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
Leave a Reply