বাংলা চলচ্চিত্রের চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা আঁচল আঁখি- দুজনেই জনপ্রিয় তারকাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। কিন্তু তারা একসঙ্গে কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। তবে এবার তাদের একসঙ্গে সিনেমার পর্দায় দেখা না গেলেও টেলিভিশনের পর্দায় দেখা যাবে।
স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার সেলিব্রিটি কমেডি শো ‘গ্র্যান্ড ফান শো’তে অংশ নিয়েছেন তারা। অনুষ্ঠানটিতে দেবাশীষ বিশ্বাসের আহ্বানে অতিথি হয়ে এই দুজনকে দেখা যাবে। গতকাল ১৬ আগস্ট বিএফডিসির ফ্লোরে শুটিং-এ অংশ নেন তারা। ফান শো’টি পরিচালনা করছেন তারেক মাহমুদ।
অনুষ্ঠান প্রসঙ্গে সঞ্চালক দেবাশীষ বিশ্বাস বলেন, এই ধরনের অনুষ্ঠান সাধারণত পশ্চিমা দেশ থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশগুলোতে হয়ে থাকে। বাংলাদেশে এত আয়োজন করে এ ধরনের অনুষ্ঠান এই প্রথম। অনুষ্ঠানটি করতে পেরে ভালো লাগছে।’
চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘প্রথমবার এমন একটি অনুষ্ঠানে অংশ নিয়েছি। অনুষ্ঠানে কমেডিগুলো দর্শক পছন্দ করবেন। কিছু ধাঁধাও রয়েছে। সেগুলো দর্শকদের ভালো লাগবে। সবকিছু মিলিয়ে মনে হয়েছে নতুনত্ব আছে। ভালো লেগেছে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।
Leave a Reply