বাংলা চলচ্চিত্রের দর্শকজনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। নভেম্বরের শেষের দিকে স্বামীর সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন ওমরাহ পালন করার উদ্দেশ্যে। ওমরাহ পালন করে দেশে ফিরেই তিনি জানিয়েছিলেন শুটিংয়ে অংশ নেওয়ার কথা। চিত্রনায়িকা মাহিয়া মাহি হঠাৎ করে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ‘কাগজের বৌ’ ওয়েব ফিল্ম থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান ।
মাহিয়া মাহি সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে লিখছেন ‘শারীরিক অসুস্থতার কারনে ‘কাগজের বৌ’ হয়তো আমার করা হচ্ছে না।
কিন্তু আমার পক্ষ থেকে ‘কাগজের বৌ’ এর জন্য অনেক অনেক দোয়া । সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।’
আগামী ১৭ ডিসেম্বর ঢাকার অদূরে ধামরাইয়ের ফিল্ম সিটিতে চয়নিকা চৌধুরীর ‘কাগজের বৌ’ ওয়েব ফিল্মের শুটিং করার কথা ছিল মাহির।
ওয়েব ফিল্মটিতে মাহিয়া মাহির নায়ক হিসেবে কাজ করার কথা ইমনের। এর আগে ‘মাফিয়া’ নামে একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন তারা।
এদিকে সম্প্রতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সাথে তার এবং চিত্রনায়ক ইমনের পুরনো একটি কল রেকর্ড ফাঁস হয়। সেটি নিয়ে দুজনই বেশ সমালোচনায় পড়েন।
Leave a Reply