সম্প্রতি বাংলাদেশে চিত্রায়ণ হয়েছে একক নাটক ‘দেশ বিদেশ’। প্রবাসীরা কষ্টার্জিত টাকা দেশে পাঠিয়ে তার পরিবারকে সুখি রাখতে কতনা কষ্ট করে কিন্তু দেশে অবস্থানকারী পরিবার প্রবাসীর অক্লান্ত পরিশ্রমকে না জেনে হৈচৈ করে। এমনই বাস্তবধর্মী গল্প নিয়ে নাটক ‘দেশ বিদেশ’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জিএম ফারুক। বাংলাদেশ অংশের শুটিং পরিচালনা করেন রুদ্র বিপ্লব, চিত্রগ্রহণে ছিলেন তানভীর আহমদ।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসেন, পড়শী রুমি, ফারুক আহমেদ, আয়েশা সহ আরও অনেকে। খুব শীঘ্রই জিএম ফারুকের তত্বাবধানে লন্ডন অংশের শুটিং শুরু হবে। বাংলাদেশ ও লন্ডনের টিভিতে প্রচার হওয়ার পাশাপাশি ‘স্টুডিও আনন্দ’ ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে। নাটকটি প্রযোজনা করছেন তানভীর আহমেদ।
Leave a Reply