চলতি সময়ের তরুণ মেধাবী সিনেমাটোগ্রাফার রাজন হোসেন (রম)। বর্তমানে দুই বাংলায় সিনেমাটোগ্রাফার হিসেবে ব্যস্ত সময় পার করছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে কাজ করছেন টালিউডেও৷ সম্প্রতি যুক্ত হয়েছেন টালিউডের ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমায়।
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন টালিউড অভিনেত্রী পার্নো মিত্র ও অভিনেতা সোমরাজ মাইতি। আরও আছেন বাংলাদেশের অভিনেত্রী ফারজানা চুমকি ও সালহা খানম নাদিয়া। সিনেমাটি পরিচালনা করছেন শিব রাম শর্মা।
নতুন সিনেমা প্রসঙ্গে রাজন বলেন, এবারই প্রথম নয়, এর আগেও কলকাতার সিনেমায় কাজ করেছি। পরিচালকের সঙ্গে আমার একটা সুসম্পর্ক রয়েছে। যার সুবাদে কলকাতার সিনেমায় অনেক কাজ করা হচ্ছে। পরিচালককে ধন্যবাদ জানাই আমাকে যোগ্য মনে করার জন্য। বাংলাদেশ থেকে কলকাতায় একমাত্র আমিই কাজ করছি। এছাড়া অ্যারি অ্যালেক্সা এলএফ ক্যামেরা দিয়ে কাজ হবে সেটি কখনোই বাংলাদেশে ব্যবহার হয়নি৷ সবকিছু মিলিয়ে ভালো একটি কাজ উপহার পেতে যাচ্ছে দর্শক।
ফারজানা চুমকি বলেন, চিত্রগ্রাহক রাজন রমর মাধ্যমে প্রস্তাবটি আমার কাছে আসে। দেশে এসে নির্মাতা চিত্রনাট্য শুনিয়েছেন। দারুণ গল্প। চমৎকার চরিত্র। তাই অভিনয়ে অমত করিনি। আশা করছি, দর্শক ভালো কিছু পেতে যাচ্ছে।
রাজন জানান, ২৩ মার্চ থেকে কলকাতায় শুরু হচ্ছে ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমার শুটিং। এদিন সব শিল্পীই শুটিংয়ে অংশ নেবেন। সিনেমাটির শুটিং হবে চন্দননগর ও কলকাতার বিভিন্ন জায়গায়।
সিনেমায় আরো অভিনয় করছেন খরাজ মুখার্জি, শকুন্তলা বড়ুয়া, বাংলাদেশের রকি খান, রূপাঞ্জনা মিত্র প্রমুখ।
Leave a Reply