অবশেষে প্রতিক্ষার পালা শেষ হতে যাচ্ছে । আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, জনপ্রিয় কোরিওগ্রাফার ও ফ্যাশন ডিজাইনার এডলফ খানের কনসেপ্ট, ডিজাইন করা পোশাক এবং ডিরেকশনে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা কাজ করেছেন। তার অভিনীত মানসী ছবির বহুল জনপ্রিয় একটি গান ‘এই মন তোমাকে দিলাম ” এ সময়ের উপযোগী করে নতুন করে নির্মাণ করেছেন এডলফ খান ।
ইতিমধ্যে আপনারা ফটোশুটের ছবি দেখে ফেলেছেন । এবার গানটি মুক্তির পালা । সম্পূর্ন গানটি সর্ব প্রথম মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল শনিবার চ্যানেল আই এর পর্দায় । দর্শক গান টি দেখতে পাবেন চ্যানেল আই এর জনপ্রিয় অনুষ্ঠান ‘তারকা কথন ‘এ । চিত্রনায়িকা রোজিনা গানটি নিয়ে ভীষণ উচ্ছসিত । গানটি সর্বমহলে প্রশংসিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এডলফ খান । গান টি দেখার আমন্ত্রণ জানিয়েছেন তার সকল দর্শক ও ভক্তদের , এবং একই সাথে অগ্রীম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চ্যানেল আই এর প্রতি ।
Leave a Reply