শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন
Uncategorized

অনুদানের যোগফল, চলচ্চিত্র সেক্টরের বাড়তি রক্তক্ষরণ

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২

রঞ্জু সরকার

বাংলাদেশের চলচ্চিত্র সেক্টর দীর্ঘ অনেক বছর যাবৎ দারুণ সংকটে আছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই সেক্টরের সাথে হাজার হাজার মানুষের জীবিকা নির্ভরশীল। বাংলাদেশে সিনেমা নির্মিত না হলে তাদের অনেকেই নিদারুণ দূর্ভোগের মুখে পড়বেন। দুর্ভোগ যে এখন নেই তাও নয়! সরকার বলবে, ফি-বছর চলচ্চিত্র নির্মানের জন্য কোটি কোটি টাকা অনুদান দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবে এইসব অনুদানে লাভবান হচ্ছেন গুটি কয়েক মানুষ। তার উপর অনুদানকে কেন্দ্র করে নানা রকম অনিয়ম আর স্বজনপ্রীতির অভিযোগ তো আছেই। সম্প্রতি গদিচ্যুত তথ্য প্রতিমন্ত্রীর অন্দরমহলের নীল বাতির আলোকিত অনুদানের নানা সিদ্ধান্ত হয়েছে বলে ও কথা চালু আছে।

চলচ্চিত্র সেক্টরের উন্নয়নের জন্যেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা বিএফডিসি। অথচ এই সংস্থাটি চলচ্চিত্র সেক্টর সংশ্লিষ্টদের আপন না হয়ে বিমাতা সুলভ আচারণ করছেন বলেও শোনা যায়। আর ফিল্ম সেন্সর বোর্ড..? ওরা তো চাপাতি নিয়ে বসে আছে। কষ্টের চলচ্চিত্র গুলোর হৃদপিন্ড ছিন্ন ভিন্ন করতে। সভ্য সমাজে সেন্সর শব্দ মানেই নেতিবাচক কিছু। এ যেন পরাধীনতার শেকল পড়ানোর এক দানব বাহিনী। আমি তো মনে করি, সেন্সর বোর্ডের বদলে ফিল্ম স্ক্রিনিং বোর্ড কিংবা ফিল্ম সার্টিফিকেশন বোর্ড হওটাই যুক্তিযুক্ত।

বছরের পর বছর কোটি কোটি টাকা অনুদান দিয়ে আসলে বাংলাদেশের চলচ্চিত্রের কোনই ফায়দা হবে না। বরং অনুদানের বদলে বাৎসরিক ২-৩% সুদে চলচ্চিত্র নির্মানের জন্য অন্তত ১০০ কোটি টাকা ব্যাংক ঋণ ব্যবস্থা করা হোক। এটা করা গেলে বছরে নিদেনপক্ষে এক’শ টি চলচ্চিত্র নির্মিত হবে। জেগে উঠবে বাংলাদেশ চলচ্চিত্র সেক্টর।

এবার জামালপুরের অডিটোরিয়ামে ‘গলুই’ সিনেমা প্রদর্শন বির্তক প্রসঙ্গ :

বলা হচ্ছে ‘গলুই’ ছবিটি অডিটোরিয়াম বা মিলনায়তনে চলতে না দিয়ে এ জেলায় সরকারী কর্মকর্তারা বিরাট অন্যায় করে ফেলেছেন। আসলে কি তাই…?
সিনেমা যখন হলে চলে তখন রাষ্ট্র  তা থেকে নির্দিষ্ট অংকের প্রমোদ কর পায়। অডিটোরিয়ামে সিনেমা চালালে প্রমোদকর দেওয়ার কোন সুযোগ আছে কি..?
যদি না থেকে থাকে তাহলে জামালপুর জেলা প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে সেটা একদম সঠিক। এ নিয়ে অকারণে বিতর্ক করা মূর্খতা বৈ আর কিছু নয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ