মোশাররফ করিম ও শামীম জামান দুই বন্ধু। অভিনেতা হিসেবে দুই জনই জনপ্রিয়। মোশাররফ করিমের অভিনয় নিয়েই ব্যস্ততা থাকলেও শামীম জামান অভিনয়ের পাশাপাশি নির্দেশনাতেও নিয়মিত। নব্বই দশকের শুরুর দিকে তাদের বন্ধুত্ব। সেই থেকে আজ পর্যন্ত তাদের বন্ধুত্বে ফাটল ধরেনি। দীর্ঘ দিনের পথচলায় তারা এক সাথে অনেক নাটকে অভিনয় করেছেন। দুই বন্ধু আবারও এক সাথে কাজ করলেন। ‘ভয়’ শিরোনামের নাটকে দেখা যাবে তাদের। সাথে আছেন সালহা খানম নাদিয়া। মানিকগঞ্জের বিভিন্ন মনোরম লোকশনে নাটকটির দৃশ্য ধারণ হচ্ছে। পরিচালনার পাশাপাশি নাটকটিতে অভিনয়ও করছেন শামীম জামান।
এ প্রসঙ্গে শামীম জামান বলেন, ‘নাটকের গল্পটি ‘ভয়’ নিয়ে। মোশাররফ ভূত টাইপের লোক সব কিছুতেই ভয় পায়। পান থেকে চুন খসলেই ভয় পায়। এমন একটি গল্প দর্শক দেখতে পাবে। নাটকটি দেখে দর্শক আনন্দ পাবে। খু্ব শীঘ্রই ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।’
Leave a Reply