শনিবার (২৮ মে) রাত ৮ টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে সরকার মিডিয়ার ব্যানারে নির্মিত লিটু করিমের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘বৈরিতা’।
টেলিফিল্মে অভিনয় করেছেন — ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সনজিব আহমেদ, নূর এ আলম নয়ন, চৈতন্য বসাক, হাসান রাজিব, শাহীন সিকদার, রতন মাহমুদ ও রেশমী জামান।
গল্পে দেখা যাবে – দুই পরিবারের অস্তিত্বের লড়াই নিয়ে গল্প বৈরিতা। জিদ ও দম্ভ মানুষকে কি ভাবে ধীরে ধীরে শেষ করে দেয় সেটাই দেখানোর চেষ্টা করা হয়ে ‘বৈরিতা’ টেলিফিল্মে।
পরিচালক লিটু করিম বলেন, “টেলিফিল্মের গল্পটা অসাধারণ। আমরা সবাই কাজটি ভালোভাবে করেছি
আমরা আশা করছি ‘বৈরিতা’ টেলিফিল্মটি দর্শক নন্দিত হবে”।
Leave a Reply