মাহমুদুল ইসলাম মিঠু। শোবিজের সবাই ডাকেন ‘বড়দা মিঠু’। দুই যুগেরও বেশি সময় ধরে অভিনয় করছেন। চলচ্চিত্রেও তিনি ‘ভয়ংকার’ ভিলেন। চলচ্চিত্রে এখন পর্যন্ত নিজের সেরা অভিনয় মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’য় ছবিতে তিনি ‘কসাই’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত।
সম্প্রতি বড়দা মিঠু শেষ করলেন একটি খন্ড নাটকের কাজ। শিরোনাম ‘অপরাহ্নের শেষ রোদ’। আশিক জামান জন’র রচনায় এটি পরিচালনা করেছেন বেদুইন হায়দার নিও। বঙ্গবন্ধুকে ঘিরে এ নাটকে ভিন্ন একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রের জট এখনই খুলতে চান তিনি। চরিত্রটি জানতে প্রচারের অপেক্ষা করতে হবে বলে জানান।
বড়দা মিঠু বলেন, ‘বঙ্গবন্ধুকে ঘিরে নাটকের গল্পটি। নতুন একটি চরিত্রে দর্শক দেখতে পাবে। এ ধরনের চরিত্রে আগে দেখা যায়নি। নাটকটি খুব শীঘ্রই লি কমিউনিকেশন এর ব্যানারে প্রচারিত হবে। এদিকে সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শিরোনাম ‘বীরত্ব’। পরিচালনা করছেন সাইদুল ইসলাম রানা।
Leave a Reply