প্রায় ছয় বছর আগে আনাফ ও নাজিয়ার বিয়ে হয়। বিয়ের পরপর নেপালে হানিমুন করতে গিয়ে যে হোটেলে উঠেছিল, এবারো একই হোটেলে উঠেছে তারা। এটাই তাদের জীবনে একসঙ্গে শেষ বোঝাপড়ার সফর। কারণ দেশে ফিরে গিয়ে দুজনে আলাদা হয়ে যাবে। দাম্পত্য জীবনের ইতি টানবে।
গত ৬ বছর পরস্পরকে না বোঝা, পছন্দ-অপছন্দের টানাপোড়েন, বিশ্বাসের খামতি ছিল। সব কিছু মিলিয়ে দুজনই এখন অতিষ্ঠ। এদিকে আনাফ এই সিদ্ধান্তের কথা তার বন্ধু আদনান ও নাজিয়াকে জানায়। তারাও নেপালে আসে। এরপর গল্পে নতুন পথের সূচনা হয়।
এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘সেই তুমি, এই আমি’। আসাদুজ্জামান সোহাগ রচিত নাটকটি পরিচালনা করেছেন নাট্যনির্মাতা দীপু হাজরা। এতে অভিনয় করেছেন মামুনুন ইমন, মৌসুমী হামিদ, সৈয়দ জামান শাওন ও সূচনা আজাদ।
দীপু হাজরা জমজমাটকে জানান, আজ রাত ১১টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙায় নাটকটি প্রচার হবে।
Leave a Reply