কলেজ শিক্ষক বাবা কোথায় আছে জানে না সন্তান। বিদেশ থেকে আনিকা তার বাবার খোঁজে বাংলাদেশে আসে এবং আশ্রয় নেয় হিমিদের বাসায়। তার বাবা ছিলেন কলেজ শিক্ষক। আনিকা সব কথা হিমিকে বলেন হিমি তার ভাই ও প্রেমিককে নিয়ে বাবার খোঁজে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে। এমনই এক গল্প নিয়ে পরিচালক নির্মাণ করেছেন ‘স্পর্শের সন্ধানে’। আলী সুজনের পরিচালনায় এই গল্পে প্রথমবার জুটি হলেন জিদান সরকার ও প্রিয়াঙ্কা জামান। এছাড়াও অভিনয় করেছেন নাদিয়া মিম, শিশির আহমেদ প্রমুখ।
জিদান জমজমাটকে বলেন, ‘ব্যতিক্রম একটি গল্পে কাজ করলাম। প্রথমবার এ নাটকে প্রিয়াঙ্কা আমি জুটি হয়েছি। গল্পে ও চরিত্রে ভিন্নতা আছে। আশা করছি দর্শক নাটকটি পছন্দ করবে।’ নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার হবে।
Leave a Reply