সম্প্রতি আশুলিয়া বিরুলিয়ার বিভিন্ন মনোরম লোকেশনে নির্মিত হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘কাঁদে যখন’। জামাল হোসাইন এর কথায়, মুহিন খান এর সুর ও সঙ্গীতে গানটিতে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী রাঘব চ্যাটার্জি (কলকাতা)। এতে মডেল হয়েছেন সাব্বির আহমেদ ও পরশী রুমি। মিউজিক্যাল ফিল্মটি ভিডিও পরিচালনা করেছেন ক্লাসিক সরকার।
সাব্বির আহমেদ বলেন, ‘আশুলিয়া বিরুলিয়ার বিভিন্ন লোকেশনে রোমান্টিক ঘরোনার এই মিউজিক্যাল ফিল্মের দৃশ্য ধারণ হয়েছে। গানের কথাগুলো সুন্দর। আমাদের রসায়নও ভালো ছিল। আশা করছি মিউজিক্যাল ফিল্মটি দর্শক পছন্দ করবে।’
পরশী রুমি বলেন, ‘ভালো একটা গানের মিউজিক্যাল ফিল্মে মডেল হয়েছি। সাব্বির আহমেদ এর সাথে দ্বিতীয় কাজ। গানের কথাগুলো চমৎকার। আশা রাখছি সবাই গান ও মিউজিক্যাল ফিল্মটি সবাই পছন্দ করবে।’
Leave a Reply