সম্প্রতি ‘বীরত্ব’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন ‘দেশা-দ্য লিডার’খ্যাত চিত্রনায়ক শিপন মিত্র। চুক্তিবদ্ধ হওয়ার কিছুদিন পরেই সিনেমাটি থেকে সরে দাঁড়ালেন তিনি। তবে জানা গেল শিপনের ছেড়ে দেওয়া ছবিটি ধরলেন চিত্রনায়ক ইমন। সোমবার তিনি ‘বীরত্ব’ ছবির নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটির চিত্রনাট্য,সংলাপ ও পরিচালনা করবেন সাইদুল ইসলাম রানা। এতে আরও দেখা যাবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’র প্রথম রানার আপ নিশাত নাওয়ার সালওয়াকে।
তবে একটি সূত্র জানায় ষড়যন্ত্রর স্বীকার হয়ে ছবি থেকে বাদ পড়েছেন শিপন। বিষয়টি জানতে শিপনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ভিন্ন কথ। শিপন জানান, ‘শুটিং শিডিউল মিলছে না বলেই কাজটি করছি না। পরিচালকের সাথে আলাপকরেই সম্মানের সাথে ছবিটি থেকে সরে দাঁড়িয়েছি। অন্য কারণ নেই। সামনে আমার কয়েকটি ভালো সিনেমার শিডিউল দেওয়া আছে সেই সিনেমার কাজগুলো সঠিক সময়ের মধ্যে শেষ করতে হবে। সব মিলিয়ে ওই সময় আমি শুটিং করতে পারব না। তাই ‘বীরত্ব’ সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।’
তাহলে আপনি কি বলতে চাচ্ছেন ‘বীরত্ব’ ভালো সিনেমা নয় যার কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন? ‘বিষয়টি ঠিক তা নয়। এটিও ভালো গল্পের সিনেমা তবে পরিচালক যে সময় সিডিউল চেয়েছে সে সময় আমি অন্য সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকবো যার কারণে নিজেকে সরিয়ে নিতে হয়েছে ‘
পরিচালক সাইদুল ইসলাম রানা জানান, ‘শিপনের সাথে আমার শিডিউল মিলছে না। যার জন্য ইমনকে এ সিনেমার জন্য চুক্তিবদ্ধ করানো হয়েছে। অন্য ঝামেলা নেই। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের এক তারিখ থেকে ফরিদপুরে ‘বীরত্ব’ সিনেমার শুটিং শুরু হবে।’
Leave a Reply