রঞ্জু সরকার: ঢালিউডে যে ক’জন প্রভাবশালী পরিচালক রয়েছেন তাঁদের মধ্যে একজন শাহীন সুমন। তাঁর নির্মাণশৈলীই তাঁর পরিচয় বহন করে। শাহীন সুমন বর্তমানে ওয়েব সিরিজ নির্মাণে ব্যস্ত আছেন। ‘মাফিয়া’ শিরোনামের ৩১০ পর্বের ওয়েব সিরিজে অভিনয় করছেন জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, জয় রাজ, কমল সরকার, শিবা সানু, কোহিনুর, শ্যামল মাওলা, সাঈদ বাবু, মৌ খান, রাহা তানহা খান, তানিন তানহা, জাহিদ, স্বাধীন প্রমুখ।
বর্তমানে কক্সবাজারে আছে ‘মাফিয়া’ টিম। প্রথমেই শাহীন সুমনের কাছে জানতে চাই- আপনি তো চলচ্চিত্র নির্মাণ করেন হঠাৎ ওয়েব সিরিজ নির্মাণে কেন? জবাবে এ নির্মাতা বলেন, ‘বর্তমানে চলচ্চিত্রের বেহাল অবস্থা। চলচ্চিত্রর মন্দ দশার জন্য ওয়েব সিরিজ নির্মাণ করছি না। তবে বর্তমানে ওয়েব দুনিয়ার রাজত্ব চলছে তাই মানুষ এখন হাতের মুঠোয় সব কিছু দেখতে চায়। ওয়েব সিরিজও মানুষ ডিজিটাল মাধ্যমে দেখতে আগ্রহী। সব কিছু ডিজিটাল নির্ভর হয়ে যাচ্ছে। সময়ের সাথে তাল মিলিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করছি।’
ওয়েব সিরিজে যে বাজেট থাকে আপনি তো চাইলে এই বাজেটে অনেক বড় ছবি বানাতে পারতেন? ‘আসলে ঠিক তা না। ওয়েব সিরিজের বাজেট আমার কাছে কম মনে হয়। এই বাজেট দিয়ে আমি সিনেমা বানাতে পারব না। আমি যেহেতু বড় পর্দার মানুষ তাই বাজেটও অনেক বড়। ওয়েব সিরিজ ছোট পর্দায় দেখা যাবে। সিনেমা তো ছোটপর্দার জন্য নয়। যে সব শিল্পী নিয়ে কাজ করছি তারা অনেক গুণী মানের শিল্পী। সিনেমা ও নাটক দুই মাধ্যমের জনপ্রিয় শিল্পী নিয়ে কাজ করছি। কাজটিতে ভিন্নতা আছে। আমি অনেক ভাগ্যবান পরিচালক আমিই প্রথম ৩১০ পর্বের ওয়েব সিরিজ নির্মাণ করছি। ওয়েব সিরিজ হলেও সব কিছু লাগামের মধ্যে আছে। সবাই আমার উপরে আস্থা রেখেই কাজ করছে। কতটুকু পারছি জানি না তবে ওয়েব সিরিজটি নিয়ে আমি আশাবাদী।’
Leave a Reply