ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা আবারও বিয়ে করেছেন। দীর্ঘদিনের বন্ধু মাহা শিকদারের সঙ্গে আজ (১০ অক্টোবর) বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এটি প্রথম নয় এর আগেও শ্যামল বিয়ে করেছেন। প্রথম স্ত্রী নন্দিতার সঙ্গে তিন বছরের সংসার ছিল তার। সেই সংসারে শ্রেয়ণ নামে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। বেশি দিন সেই সংসার স্থায়ী হয়নি। এটি শ্যামলের দ্বিতীয় বিয়ে। পাত্রী মাহা শিকদার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করছেন। মাঝে মাঝে নাটকে দেখা যায় মাহাকে।
শ্যামল বলেন, ‘হুট করে বিয়ের আয়োজন করায় কাছের অনেককে জানাতে পারিনি। আজকের তারিখটি স্পেশাল তাই হুট করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া। করোনার মধ্যে বিধি নিষেধ মেনে যতটুকু করা যায় সেভাবেই একটা ঘরোয়া আয়োজন করেছি। অনেককে জানাতে পারিনি কেউ কষ্ট পাবেন না। সবার কাছে দোয়া চাই আমাদের নতুন জীবনের জন্য।’
Leave a Reply