ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নুর সজল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে ভালো সম্পর্ক। প্রায় এক দশক ধরে তারা জুটি বেঁধে অভিনয় করছেন নানা গল্পের নাটক-টেলিছবিতে। তাদের রসায়ন বরাবরই দর্শকের কাছে প্রশংসা পেয়েছে। সম্প্রতি ফের জুটি হয়ে কাজ করলেন একটি একক নাটকে। শিরোনাম ‘অনুশোচনা’। সংসদ সদস্য ইসরাফিল আলমের গল্প ভাবনায় মিজানুর রহমান বেলালের রচনায় এটি পরিচালনা করেছেন আদিত্য জনি। আজ শনিবার রাত ৮টায় নাটকটি আরটিভিতে প্রচার হবে।
প্রসঙ্গে সজল বলেন, ‘পারিবারিক একটি গল্প নিয়ে নাটকটি তৈরি হয়েছে। নাটকজুড়ে ইমোশন রয়েছে। চরিত্রটিও বেশ আকর্ষণীয়। মন দিয়ে চরিত্রটাকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করেছি। আশা করছি নাটকটি দর্শকের কাছে ভালো লাগবে।’
Leave a Reply