বাংলাদেশে এই প্রথমবার ‘বৃদ্ধাশ্রম’ নিয়ে র্যাপ গান নির্মাণ করলেন তরুণ নির্মাতা জাহিদ হাসান রাতুল। গানটি লেখার পাশাপাশি কন্ঠ দিয়েছেন র্যাপার ক্লোঞ্জ ফাহিম। নির্মাণ করেছেন তরুণ নির্মাতা জাহিদ হাসান রাতুল। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন চলচ্চিত্র পরিচালক ফিরোজ আলম, অভিনেত্রী হাসিমুন, আরিফুর রিফাত ও সিমি সিকদার। শনিবার গানটির উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন মডেল অন্তু করিম, কন্ঠশিল্পী বেলাল খান, র্যাব-২ এর এডিসি মনিরুজ্জামান, বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম বিভাগের এডিসি নাজমুল ইসলাম, তাসনিম মীম সহ আরো অনেকে। বিনোদন ৩৬০ নামের ইউ ডি প্রযোজনা প্রতিষ্ঠানের নিজস্ব ইউটিউব চ্যানেলে আগামী ৩০শে অক্টোবর রাত ১০টায় গানটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।
অন্তু করিম বলেন, বর্তমান সময়ে আমরা সবাই ভিউয়ের পিছনে ছুটি। কাজটি কতদূর যাবে, কত ভিউ হবে, কার কত ফ্লাওয়ার আছে। এ সব কিছু চিন্তা না করে এ সময় যে সাহস নিয়ে এত সুন্দর একটি গল্প নিয়ে মিউজিক ভিডিও বানিয়েছে তার জন্য তরুণ নির্মাতা জাহিদ হাসান রাতুলকে অসংখ্য ধন্যবাদ। কেননা এটা করতে অনেক সাহসের প্রয়োজন। আশা করছি গান চিত্রটি দর্শক পছন্দ করবে।
Leave a Reply