চিত্রনায়িকা তানহা তাসনিয়া। অভিষেক হয় রফিক শিকদার পরিচালিত ‘ভোলা তো যায় না তারে’ চলচ্চিত্র দিয়ে। এরপর ‘ধূমকেতু’ ছবি দিয়ে হালের কিং শাকিব খানের সাথে অভিনয় করে নিজের অবস্থান পোক্ত করার চেষ্টা করেন। সর্বশেষ মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’। নতুন চলচ্চিত্রে দেখা না গেলেও মিষ্টি হাসির এ সুন্দরী নায়িকা বর্তমান সময়ে নাটক, ওয়েব সিরিজ এবং মডেলিং করছেন। সম্প্রতি তিনি কাজ করলেন একটি নাটকে। ‘আইসিইউ’ নাটকের মাধ্যমে অনেক দিন পর পর্দায় হাজির হচ্ছেন তানহা তাসনিয়া। এতে তিনি অভিনয় করছেন ইরফান সাজ্জাদের স্ত্রীর চরিত্রে। নাটকটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। এ প্রসঙ্গে তানহা তাসনিয়া বলেন, ‘আইসিইউ’ পারিবারিক গল্পের নাটক। এমন গল্পের কাজ খুব কম করেছি। তাছাড়া নাটক তো খুব কম করি দেখা যায় গল্প যদি মনের মতো হয় তাহলেই করা হয়। এই নাটকটি তেমনি একটি গল্পের আশা করছি সবার ভালো লাগবে।
অনেক ধরেই চলচ্চিত্র থেকে দূরে আছেন তানহা তাসনিয়া। দূরে থাকার কারণ জানিয়ে তিনি বলেন, চলচ্চিত্র ভালোবেসে কাজ করতে এসেছি। নিজের কাছেও খারাপ লাগছে যে অনেক দিন থেকে নতুন সিনেমা নেই। ভালো চলচ্চিত্রর প্রস্তাব পাচ্ছি না বলে অনিয়মিত। যে ধরনের গল্পে কাজ করতে চাই সে রকম গল্পের প্রস্তাব আসে না। যে সব চলচ্চিত্রের কাজের প্রস্তাব আসে সে ধরনের গল্পে কাজ করে সংখ্যা বাড়াতে চাই না। বর্তমানে ওয়েব সিরিজের জোয়ার চলছে। ছোট পর্দার তারকারা তো আছেনই, সময়ের চাহিদা পূরণ করতে বড় পর্দার তারকারাও এখন ওয়েব সিরিজে সমানে কাজ করছেন। এরইমধ্যে তানহা তাসনিয়া ‘পার্টনার’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। এটি মুক্তির অপেক্ষায় আছে। ছোট-বড়পর্দা আলাদা দৃষ্টিতে দেখছেন না তানহা। তিনি মনে করেন যেখানে চ্যালেঞ্জ নিয়ে অভিনয়ের সুযোগ থাকবে সেখানেই কাজ করবেন। সেটি চলচ্চিত্র, নাটক কিংবা ওয়েব সিরিজ যেটাই হোক। হতে চান অভিনেত্রী। নায়িকা খ্যাতি ছাপিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান অভিনেত্রী হিসেবে।
Leave a Reply