বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। জানা গেছে, এ তারকা শঙ্কামুক্ত নন। বর্তমান শারীরিক অবস্থা ভালো না। এই মুহূর্তে সুস্থ হতে অপূর্বর জন্য ‘এ পজিটিভ’ প্লাজমা জরুরী প্রয়োজন।
পাঁচদিন আগে অপূর্বর শরীরের জ্বর আসে। এরপর করোনা পরীক্ষা করা হয়। ২ নভেম্বর পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। এরপর শরীরের একটু অবনতি হলে মঙ্গলবার (৩ নভেম্বর) বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দেন। পরে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে কেবিনে নিয়ে আসা হয়।
Leave a Reply