চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম। এক সময় নাটকে নিয়মিত অভিনয় করলেও দীর্ঘ দিন ধরে অনিয়মিত তিনি। তবে বিভিন্ন উৎসব উপলক্ষে নাটকে দেখা যায় তাঁকে। সম্প্রতি একটি নাটকে কাজ করেছেন তিনি। নতুন বছর উপলক্ষে নাটকটি প্রচারে আসবে। নজরকাড়া গ্ল্যামার আর অভিনয় দিয়ে এরইমধ্যে সবার মন জয় করেছেন মীম। ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় এ নায়িকা সম্প্রতি একটি ব্রাইডাল শুটে অংশ নিয়েছেন। সেখানে বধূ বেশে দেখা দেন। মীম চরিত্রের প্রয়োজনে এ পর্যন্ত ১০০ বারেরও বেশি বউ সেজেছেন। মীমের কাছে জানতে চাই বাস্তবে বউ সাজবেন কবে? উত্তরে বলেন, যার জন্য বউ সাজব তাকে এখনো পাইনি। তবে ২০২২ সালের মধ্যে বিয়ে করব।
পাত্র ঠিক করাই আছে? তবে প্রশ্নটি এরিয়ে তিনি বলেন, ইচ্ছে আছে ২০২২ সালের মধ্যে বিয়ে করার। তবে কে আমার জীবনসঙ্গী হবে তা এখানো জানি না। মীমের কেমন পাত্র পছন্দ? পরিবার ও আমার পছন্দের হতে হবে। তবে যে আমার জীবনসঙ্গী হবেন সে আমাকে বুঝবে, সার্পোট করবে এবং তাঁকে অনেক ভালো মনের মানুষ হতে হবে। কাজকে সম্মান করবে। বিনোদন অঙ্গনকে পছন্দ করবে। তবে শোবিজের কাউকে বিয়ে করব না।
Leave a Reply