সঙ্গীত শিল্পী রাফি ও স্মরণকে নিয়ে সত্তর থেকে নব্বই দশকের বাংলা ছায়াছবির জনপ্রিয় কালজয়ী কিছু গান নিয়ে মিউজিক স্টেশন ৯৪.৮ ক্যাপিটাল এফএম এর নিয়মিত সরাসরি আয়োজন ‘ব্যাকস্ট্রিট ভয়েজে’ বিশেষ পর্ব সাজানো হয়েছে।
এখানে রাফি ও স্মরণ যে গান গুলো করবে সবগুলো দৈত্য কন্ঠে। প্রচারিত হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়। চলবে রাত এগারোটা পর্যন্ত। উল্লেখ্য, রাফি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় থেকে বি.মিউজ এম.মিউজ সম্পন্ন করেছে। স্মরণ চ্যানেল আই এর একটি বিশেষ রিয়েলিটি শো মেরিডিয়ান ক্ষুদে গানরাজ ২০০৮ এ ছিলেন।
Leave a Reply