লাক্স তারকা নাজিয়া হক অর্ষা। ছোটপর্দার দর্শকদের কাছে বেশ পরিচিত মুখ। সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি জয় করেছেন লাখো দর্শকের হৃদয়। সময়ের আলোচিত এই অভিনেত্রী সংখ্যায় কম হলেও সব সময় মানসম্পন্ন কাজই করার চেষ্টা করেন। আর সেসব কাজ হয়ে থাকে চ্যালেঞ্জিং। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়ায় পথচলা শুরু করেন অর্ষা। নিয়মিত ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তিনি। নিজের অভিনয়গুণে এরইমধ্যে দর্শকের কাছে শক্ত একটি অবস্থান করে নিয়েছেন। সম্প্রতি এ অভিনেত্রী ‘ইনোসেন্ট ইডিয়ট’ শিরোনামের একটি রম্য নাটকে অভিনয় করেছেন। তবে রম্যের মাঝেই তুলে ধরা হয়েছে পারিবারিক ও সামাজিক জীবনের নানা দিক। আহমেদ ফারুক এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ।
দুই পরিবারের গল্প নিয়ে নাটকের কাহিনী। একটি মির্জা পরিবার, অন্যটি চৌধুরী পরিবার। মির্জা পরিবারের বড় বউ লাইলি মির্জা। তার দুই ছেলে-মেয়ে গালিব ও নীলা। তার পাশের বাড়িতে থাকেন চৌধুরী পরিবারের মমতা চৌধুরী। তার একমাত্র ছেলে সজীব। চৌধুরী পরিবারে রয়েছে সজীবের একমাত্র মামা। পারিবারিক ঐতিহ্যে কেউ কারও থেকে কোন অংশেই কম নয়। দুই পরিবারের মধ্যে রয়েছে তীব্র দ্বন্দ্ব। দুই পরিবারের বংশের ঐতিহ্য নিয়ে দ্বন্দ্ব এক সময় আরও তীব্র হয়। নীলা কুৎফু কারাতে মাস্টার। আর সজীব খুব সহজ সরল ছেলে। এক সময় তারা প্রেমে পড়ে যায়। পুরো বিষয়টা এক সময় খুব জটিল আকার ধারন করে। নীলা চরিত্রে নাজিয়া হক অর্ষা ও সজীব চরিত্রে অর্ষার বিপরীতে আ খ ম হাসান অভিনয় করেছেন। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই একটি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।
Leave a Reply