সম্প্রতি নির্মিত হয়েছে ‘কোন আকাশে থাকিসরে তুই’ শিরোনামের গানের মিউজিক ভিডিও। অভিনেতা আহমেদ জসিমের কথা ও সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন এ সময়ের তরুণ শিল্পী অনিমেষ রয়। এতে মডেল হয়েছেন আহমেদ জসিম ও হীরা। আহমেদ জসিম ঢাকার থিয়েটার দৃষ্টিপাত নাট্যসংসদের অভিনয় শিল্পী। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আরিফ হোসাইন অর্নব। এ জেড প্রোডাকশন এর ব্যানারে নির্মিত হয়েছে মিউজিক ভিডিওটি। ঢাকার বিভিন্ন মনোরম পরিবেশে সম্প্রতি গানের দৃশ্যধারণ হয়েছে। দুটি মনের পাওয়া না পাওয়ার আকুতি অতীত ও বর্তমান জীবন মিশেল এবং বাস্তবতার সাথে একটি সম্পর্ক যেন এ গানের মাঝে ফুটিয়ে তোলা হয়েছে।
পরিচালক জানান, শুটিং করতে গিয়ে বিভিন্ন রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। কেরানীগঞ্জ ও দিয়া বাড়িতে তিন দিন শুট করা হয়েছে। প্রথম এক দিনের শুট দর্শকদের কথা ভেবে বাদ দিয়ে পুনরায় শুট করেছি। মিউজিক ভিডিওটি সম্পাদনার টেবিলে রয়েছে খুব শীঘ্রই একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
Leave a Reply