দর্শকপ্রিয় ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহার আজ (২৯ নভেম্বার) জন্মদিন। আজকের এই দিনে নারায়ণগঞ্জে গৌতম জন্মগ্রহণ করেন। জন্মদিন ঘিরে প্রতি বছর গৌতমের আয়োজন থাকলেও এবার ঘরোয়া ভাবেই কাটবে তার জন্মদিন। কারণ কিছুদিন আগে গৌতম তার মাকে হারিয়েছেন। যার কারণে এবার সব ধরনের আয়োজন থেকে দূরে রয়েছেন।
গৌতম সাহা বলেন, জন্মদিনে মাকে খুব মনে পড়ছে। প্রতি বছর মা জন্মদিন ঘিরে নানান রকম আয়োজন করেন। আজ বিশেষ দিনে মা নেই। মা বিহীন প্রথম জন্মদিন। জন্মদিনে সবার কাছে আর্শীবাদ চাই। কাজের কথা উল্লেখ করে বলেন, সম্প্রতি বেশ কিছু কাজ শেষ করেছি। ১লা ডিসেম্বর নতুন একটি কাজ করতে যাচ্ছি।
Leave a Reply