দর্শকপ্রিয় অভিনেতা মিলন ভট্টাচার্য। অভিনয় দিয়ে এরইমধ্যে ছোটপর্দায় নিজের অবস্থান জানান দিয়েছেন তিনি। বর্তমান ব্যস্ততা অভিনয় ঘিরেই। অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণ করেন মিলন। নির্মাতা হিসেবেও আলাদা পরিচিতি পেয়েছেন তিনি। এরইমধ্যে তার নির্মিত বেশ কিছু নাটক দর্শকপ্রিয় হয়েছে। মাঝে নির্মাণে একটু বিরতি ছিল। বিরতি ভেঙে নির্মাণে ফিরলেন তিনি। সম্প্রতি ‘চাঁদের হাট’ শিরোনামের একটি ধারাবাহিক নির্মাণ করেছেন মিলন।
শফিকুর রহমান শান্তুনুর রচনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, রুনা খান, নাদিয়া আহমেদ, নাবিলা ইসলাম, ডাঃ ইজাজ, সাজু খাদেম, নাজিরা মৌ, রাসেদ জামান, নুরে আলম নয়ন, অপু, মকুল সিরাজ, শাওন, আপনসহ অনেকেই। ধারাবাহিকটি আজ বুধবার রাত ১০টা থেকে প্রতি বুধবার, বৃহস্পতি ও শুক্রবার নাগরিক টিভিতে প্রচারিত হবে। ‘চাঁদের হাট’ নিয়ে মিলন বলেন, ‘একটা লম্বা বিরতির পর এই ধারাবাহিকটি নির্মাণ করেছি। ভালো কিছু নির্মাণের জন্যই বিরতি নিয়েছিলাম। ‘চাঁদের হাট’ এমন একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে যা সব শ্রেণির দর্শকদের কাছে ভালো লাগবে।’
Leave a Reply