এক যুগ আগের সেই ছোট্ট দীঘি এখন আর ছোট্ট নেই। স্কুলের গন্ডি পেরিয়ে পড়ছেন কলেজে। শিশুশিল্পী থেকে রাতারাতি তারকাখ্যাতি অর্জন। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। সবাই তার অভিনয়ে মুগ্ধ। সেই ছোট্ট দীঘি এখন অনেক বড়। শিশুশিল্পী হিসেবে নয় বড়পর্দার নায়িকা হয়ে আসছেন তিনি। হতে চান সিনেমায় স্থায়ী। অভিনেতা সুব্রত ও অভিনেত্রী দোয়েল দম্পতির মেয়ে দীঘির পুরো নাম প্রার্থনা ফারদিন দীঘি।
প্রথম সিনেমায় নাম লেখানোর পর থেকেই দীঘি চুটিয়ে প্রেম করছেন এমন গুঞ্জন আকাশে বাতাশে উড়ছে। কখনো সিনেমার সহশিল্পী শান্ত খান আবার কখনো ইউটিউবার তৌহিদ আফ্রিদি। এবার শান্ত খান নয় গুঞ্জন উঠেছে তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম করছেন দীঘি! একটি পাঁচতারকা হোটেলে দেখাও করেছেন তারা। কিন্তু আসলে বিষয়টা কী শুধুই প্রেম নাকি নিছক গুজব। তারই খোলাখুলি জবাব দিয়েছেন ইউটিউবার তৌহিদ আফ্রিদি। তিনি জানান, ‘দীঘি আমার খুব ভালো বন্ধু। এছাড়া আর কিছুই না। ওর সঙ্গে আমার তুই-তোকারি সর্ম্পক। আমার শোয়ের মাধ্যমে ওর সঙ্গে পরিচয়। কিন্তু তারপর আমরা বেশ ভালো বন্ধু হয়ে গেছি।’
এর আগে প্রেমের গুঞ্জন উঠলে গুজব বলে উড়িয়ে দেন দীঘি। তখন তিনি বলেন, ‘নায়িকাদের প্রেমের গুঞ্জন ওঠাই স্বাভাবিক। কিন্তু মাত্র ছবিতে অভিনয় শুরু করেছি। সেপ্টেম্বরে শুটিং শুরু করেছি, সব মিলিয়ে কয়েক মাস হলো নায়িকা হলাম। প্রেমের গুঞ্জনটা আসতে তো বছরখানেক লেগে যায়। আর এরই মধ্যে এমন গুঞ্জন শুনতে হচ্ছে! ভেবেছিলাম, এসব গুজব উঠতে আরও এক বছর লাগবে। অবশ্য এসব গুজবে আমি কান দিই না। যখন প্রেম হবে, তখন এমনিই সবাই জানবে।’
প্রবাদ আছে, যা রটে তার কিছুটা হলেও বটে। সময়ই বলে দিবে বিষয়টা কী শুধুই প্রেম নাকি নিছক গুজব। পাঁচ-ছয় বছরের ক্যারিয়ারে ৩৬টি চলচ্চিত্রে অভিনয় করেছে দীঘি। অধিকাংশ ছবিই ব্যবসা সফল। দীঘির অভিনয় সবার মন ছুয়ে যায়। ২০০৬ সালে ‘কাবুলিওয়ালা’, ২০১০ সালে ‘চাচ্চু আমার চাচ্চু’ এবং ২০১২ সালে ‘এক টাকার বউ’ ছবিতে অভিনয়ের জন্য শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। দীঘির অভিষেক সিনেমা হতে চলেছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। এ ছবির মাধ্যমেই নায়িকা হয়ে রুপালি পর্দায় ফিরছেন এক সময়ের আলোচিত শিশুশিল্পী প্রার্থনা ফারিদ দীঘি। ছবিটি বিজয় দিবস উপলক্ষে ১১ ডিসেম্বর মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
Leave a Reply