ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। নান্দনিক অভিনয় ও দক্ষতার কারণে একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। যিনি ইতোমধ্যেই শোবিজের বিভিন্ন অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। উপস্থাপনা, মডেলিং আর অভিনয় নৈপূণ্যে সমালোচকদের মন জয় করেছেন তিনি। এগুলোর পাশাপাশি একজন প্রযোজকও তিনি। দেড় যুগের বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন ফেরদৌস। দুই বাংলাতেই পেয়েছেন জনপ্রিয়তা। অভিনয় করলেও এ নায়ককে কখনো কন্ঠে গান তুলতে দেখেনি তাঁর ভক্তরা। তবে এবার তার কন্ঠে গান পেতে যাচ্ছেন ফেরদৌস ভক্তরা। সম্প্রতি তিনি প্রথমবারের মতো একটি গানে কন্ঠ দিয়েছেন। ‘তুমি কাছে এলে’ শিরোনামের গানে ফেরদৌসের সঙ্গে কন্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা। গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।
লিখেছেন রবিউল ইসলাম জীবন। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য মূলত গানটি করা হয়েছে। এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘প্রথমবারের মতো গান গাইলাম। গানের কথাগুলো চমৎকার যার কারণে প্রস্তাব পেয়ে না করতে পারিনি। আশা করছি দর্শকের গানটি ভালো লাগবে।’ ফেরদৌস অভিনীত নির্মাণধীন ‘জ্যাম’, ‘গাঙচিল’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’, ‘সেভ লাইফ’ ছবিগুলো।
Leave a Reply